কৌশিক গাঁতাইত, আসানসোল: ভরদুপুরে ফের ডাকাতি আসানসোলে। গ্রাহক সেজে বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি। আগ্নেয়াস্ত্র নিয়ে স্বর্ণঋণদানকারী সংস্থায় ডাকাতি করল ৪ দুষ্কৃতী।
অভিযোগ, নগদ ৩ লক্ষ টাকা, ১২ কেজি সোনা লুঠ করেছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
গত ২ তারিখ গভীর রাতে জেলারই অন্ডালে দুপচুরুরিয়া মোড়ের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি করে একদল সশস্ত্র দুষ্কৃতী। রাত ১ টা নাগাদ ছয় সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রল পাম্পে।
এসেই মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের। বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নিয়ে যায় প্রায় এক লক্ষ ৬ হাজার টাকার মতো নগদ অর্থ।
পাম্পের মালিকের অনুমান, পূর্বপরিকল্পিত হতেও পারে অথবা কেউ কোনও শত্রুতার কারণেও এঘটনা ঘটে থাকতে পারে। তবে জাতীয় সড়কের একেবারে পাশেই এরকম দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
পেট্রল পাম্পে ডাকাতির ঘটনার পরই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনার তদন্তে নেমে পড়ে অন্ডাল থানার পুলিশ। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় সেই গাড়িটিকে যাতে করে এসেছিল দুষ্কৃতীরা।
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সাতদিনের মধ্যেই বড়সড় সাফল্য পায় অন্ডাল থানার পুলিশ। কলকাতার উল্টোডাঙা থেকে আটক করা হয় দুই দুষ্কৃতীকে।
উল্টোডাঙার বাসিন্দা গাড়ির চালক মহম্মদ শাহানাজ ও আরশাদ আলি নামে দুই দুষ্কৃতীকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় ডাকাতিতে ব্যবহার করা গাড়িটিও।
পুলিশ সূত্রের খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দলের বাকি পাঁচজনের তথ্য পাওয়া গেছে। খুব শীঘ্রই ডাকাতদলের পুরো গ্যাং ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
আরও পড়ুন: অন্ডালের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকা, আহত দুই কর্মী
আরও পড়ুন: দিনেদুপুরে লক্ষাধিক টাকার সোনার গয়না ডাকাতি হৃদয়পুরে, সম্মোহন করার দাবি দোকানদারের