West Burdwan: দীর্ঘক্ষণ খনির নিচে আটকে, অবশেষে উদ্ধার ২ ইসিএল কর্মী
Burdwan News: অবশেষে বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার। খুনি কর্মীদের ক্ষোভ ইসিএলের নিরাপত্তার গা ফেলতির কারণেই এই ঘটনা।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর কোলিয়ারির ডুলিতে ফেঁসে আটকে রইল দুই ইসিএল কর্মী। চার ঘন্টা ঝুলন্ত অবস্থায় খনির নিচে থাকার পর অবশ্য উদ্ধার ইসিএল কর্মীরা। দুপুর দেড়টা থেকে ডলিতে ফেঁসেছিল দুই সিএল কর্মী অবশেষে বিকেল সাড়ে পাঁচটায় উদ্ধার। খুনি কর্মীদের ক্ষোভ ইসিএলের নিরাপত্তার গা ফেলতির কারণেই এই ঘটনা।
রাজ্যের অন্য প্রান্তে, পিকনিক করতে গিয়েই হারাতে হল প্রাণ। পশ্চিম মেদিনীপুরের সবং বড়দিনে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি,নদীতে ডুবে মৃত্যু যুবকের!
বড়দিনে পিকনিক করতে গিয়ে কেলেঘাই নদীতে ডুবে মৃত্যু হল এলাকার স্থানীয় এক যুবকের। রবিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৪ নম্বর দশগ্রাম অঞ্চলের দেহাটি কেলেঘাই ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম শুভেন্দু দে। বয়স ২২ বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,দশগ্রাম অঞ্চলেরই বাসিন্দা ওই যুবক। বড়দিনে বন্ধুদের নিয়ে কেলেঘাই নদীর পাড়ে পিকনিক করতে যায়। রান্নাবান্না শেষে করে কয়েকজন বন্ধু মিলে কেলেঘাই নদীতে নৌকা নিয়ে স্নান করতে নামে। সেইসময় শুভেন্দু দে নামে সেই যুবক নদীর জলে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি শুরু করার পর যুবকের দেহ উদ্ধার হয়। তারপর তাকে তড়িঘড়ি সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে সবং থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে স্থানীয়দের অধিকাংশের দাবি মদ্যপান করার কারণেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সবং থানার পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।
একের পর এক উৎসব, পথেই চাকরিপ্রার্থীরা
এদিকে, দুর্গাপুজো, কালীপুজোর পর এবার বড়দিন। আরও একটা উৎসব কাটল সেই রাস্তায়। পরিবারের সঙ্গে নয়। রাজপথের এককোণে! তবে, এই প্রথমবার নয়, দু-দুটো বড়দিন রাস্তাতেই কাটল, SLST চাকরিপ্রার্থীদের।
৬৫১ দিন অর্থাৎ ১ বছর সাড়ে ৯ মাসে পড়েছে, মেয়ো রোডে SLST'র চাকরিপ্রার্থীদের আন্দোলন। মেয়ো রোড থেকে ঢিল ছোড়া দূরত্বে পার্কস্ট্রিট, মানুষের ঢল নেমেছে সেখানে। আর তার অদূরে এভাবেই খোলা আকাশের নিচে ক্রিসমাস কাটছে চাকরিপ্রার্থীদের।