West Midnapore News: শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছে যে, সন্তোষ গিরিকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা, সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: শ্বশুরবাড়িতে এসে জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) বেলদা থানার সাবড়া এলাকায়। আত্মহত্যা নাকি খুন, গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সন্তোষ গিরি। কয়েক দিন আগে মৃত ব্যক্তি বছর সাঁইত্রিশের সন্তোষ গিরি তাঁর পূর্ব মেদিনীপুরে এগরার বাড়ি থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার সাবড়া এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে এসেছিলেন। কিন্তু শনিবার সকালে বাড়ির লোক ও এলাকাবাসী তাঁকে শ্বশুরবাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। তাঁরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
মৃত সন্তোষ গিরির পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানান হয়েছে যে, সন্তোষ গিরিকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁরা আরও অভিযোগ জানিয়েছেন যে, বেশ কিছুদিন ধরে তাঁর স্ত্রী ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সেই নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তিও চলছিল তাঁদের মধ্যে। সেই কারণেই শ্বশুরবাড়ির লোকেরা মৃত ব্যক্তিকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। বেলদা থানায় এমনই অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।
আরও পড়ুন - West Midnapore: দাসপুরে মন্দিরে চুরির চেষ্টা, অভিযুক্তদের গণপ্রহার, উদ্ধার করল পুলিশ। Bangla News
স্থানীয় বাসিন্দারা অবশ্যই বলছেন, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন মৃত ব্যক্তি। আর অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন সন্তোষ গিরি। যদিও এটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা, সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। তাঁরা ইতিমধ্যেই মৃতের বাড়ির লোকেরদের সঙ্গে কথা বলছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ওই ব্যক্তির মৃত্যুর কারণ সামনে আসবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। গোটা ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।