AAI Recruitment 2022: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)নন-এক্সিকিউটিভ পদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা AAI এর অফিশিয়াল সাইট aai.aero-তে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২৯ জুলাই ২০২২ তারিখে বন্ধ হবে। এই নিয়োগ অভিযানের মাধ্যমে ১৮টি পদ পূরণ করা হবে।


​AAI Recruitment 2022: কোন পদে কত নিয়োগ ?
এই নিয়োগ অভিযানের মাধ্যমে সিনিয়র সহকারীর (Senior Assistant) ১৬টি ও জুনিয়র সহকারীর (Junior Assistant) জন্য ২টি পদ রাখা হয়েছে।এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।


AAI Recruitment 2022: এই পদে যোগ্যতার মানদণ্ড


যে প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান, তারা অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মধ্যে যোগ্যতার যাবতীয় মানদণ্ড পেয়ে যাবেন।


AAI Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া


অনলাইন পরীক্ষার ভিত্তিতে এসব পদে প্রার্থী বাছাই করা হবে। তারপরে অনলাইন পরীক্ষায় তাদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। পরবর্তীকালে পদের জন্য প্রযোজ্য নথি যাচাই করে ট্রেড টেস্টের জন্য ডাকা হবে।


AAI Recruitment 2022: আবেদন ফি দিতে হবে


এই নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা দিতে হবে। SC/ST/মহিলা প্রার্থী/PWD/শিক্ষার্থী যারা সফলভাবে AAI-তে এক বছরের শিক্ষানবীশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের ফি দিতে হবে না। যেকোনও বিভাগের সব প্রার্থীকে COVID-19-এর জন্য স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থার জন্য ফি হিসাবে ৯০ টাকা দিতে হবে। কেবল অনলাইন মোডের মাধ্যমে ফি জমা দেওয়া হবে। যে সকল চাকরিপ্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্য়ে ফি জমা দিতে পারবেন না , তাদের আবেদন গ্রহণ করা হবে না। সেই ক্ষেত্রে নিয়োগের বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। 


আরও পড়ুন : ​​Bank Recruitment 2022: এই ব্যাঙ্কে ৩২৫টি পদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI