Assistant Professor Jobs: কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, ৪০ হাজার বেতন
Calcutta University Recruitment: কলকাতা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ।
Calcutta University Recruitment: কলকাতা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে হবে।
Jobs In Kolkata: রইল গুরুত্বপূর্ণ বিষয়
অর্গানাইজেশন: কলকাতা বিশ্ববিদ্যালয়
কোন পদে চাকরি: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি দেখুন
বয়স সীমা: ৪০ বছর
শূন্যপদের বিতরণ: ইউআর – ১, এসসি – ১, ST-১, ওবিসি (এ) – ১
বেতন কত: প্রতি মাসে ৪০,০০০ টাকা
কীভাবে প্রার্থী বাছাই: সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই
শিক্ষাগত যোগ্যতা: সরকারি ওয়েবসাইটে বা বিজ্ঞপ্তিতে দেখে নিন
বেতন ও ভাতা: সহকারী অধ্যাপকের এই পদের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা দেওয়া হবে।
সাক্ষাত্কারের পদ্ধতি: আবেদনকারীদের অবশ্যই তাদের সিভির ৫ কপি, প্রাসঙ্গিক শংসাপত্রের ফটোকপি (মার্ক শিট সার্টিফিকেট রিসার্চ পেপার, ইত্যাদি) ও মূল নথিপত্র বহন করতে হবে।
সময় ও স্থান: 1st Floor Auditorium, CRNN, Technology Campus, University of Calcutta JD-2 Sector – 3 Kolkata – 700106
তারিখ: ১৮ এপ্রিল ২০২৩
রিপোর্টিং সময়: সকাল সাড়ে ১০টা
WBHRB Recruitment: রাজ্যে ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে ডেন্টাল ও মেডিক্যাল কলেজগুলিতে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট গ্রেড III, সিনিয়র কেমিস্ট, ডেন্টাল সার্জন ও ডেন্টাল সার্জন কাম - ক্লিনিক্যাল টিউটর/ডেমোনস্ট্রেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এই অস্থায়ী পদগুলিতে নিয়োগের নোটিস দিয়েছে। মনে রাখবেন, পরবর্তীকালে এই অস্থায়ী পদগুলি স্থায়ী হতে পারে।
যোগ্যতা ও শূন্যপদ:
আয়ুর্বেদিক ফার্মাসিস্ট – ৩৫ জন
(i) একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদিক ফার্মেসিতে দুই বছরের সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।
(ii) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদের অধীনে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার্ড হতে হবে।
(iii) বাংলা বলা ও লেখার ক্ষমতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
ফার্মাসিস্ট গ্রেড III – ৬
(i) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিষদ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (10+2) বা পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, বা জীববিদ্যার সমতুল্য উত্তীর্ণ হতে হবে
(ii) পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ফার্মাসিতে দুই বছরের ডিপ্লোমা কোর্স বা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ফার্মেসিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
(iii) পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের অধীনে "A" বিভাগের ফার্মাসিস্ট হিসাবে রেজিস্ট্রেশন থাকতে হবে আবেদনকারীর৷
Education Loan Information:
Calculate Education Loan EMI