Bank Jobs: আপনি যদি ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং তেমনই কোনও চাকরি খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য ভাল খবর। কানারা ব্যাঙ্কে (Canara Bank Recruitment) সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। স্নাতক হলেই করা যাবে এই সমস্ত আবেদন। এই ব্যাঙ্কে (Bank Jobs) মূলত স্নাতক শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পদের জন্য অনলাইনেই আবেদন করা যায়। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আগামী ২১ তারিখ থেকেই এই পদের জন্য আবেদন শুরু হয়ে যাবে।
কীভাবে করবেন আবেদন
কানারা ব্যাঙ্কে শিক্ষানবিশ পদের জন্য অনলাইনেই করতে হবে আবেদন। canarabank.com এই ওয়েবসাইট থেকেই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এই সমস্ত পদের জন্য ৩ হাজার কর্মী নিয়োগ করবে কানারা ব্যাঙ্ক। আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই আবেদন শুরু হবে এবং ৪ অক্টোবর আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে
কানারা ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য আপনাকে প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে। যদি আপনার আগে থেকেই রেজিস্ট্রেশন করানো থাকে, তাহলে সরাসরি ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। আর যদি আপনার এখনও রেজিস্ট্রেশন না হয়ে গিয়ে থাকে, তাহলে www.nats.education.gov.in ওয়েবসাইট থেকে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে। এই পোর্টালে রেজিস্টার করা থাকলে তবেই কানারা ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে আবেদন করা যাবে।
কারা করতে পারবেন আবেদন
যে সমস্ত প্রার্থীরা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছেন এবং যাদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে কেবলমাত্র তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ১৯৯৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর জন্মতারিখ হতে হবে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
এই পদের জন্য নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীকে কোনও পরীক্ষাই দিতে হবে না। শুধুমাত্র মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। তাদের জমা করা নথির ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং তারপর হবে স্থানীয় ভাষার একটি পরীক্ষা। এরপরে নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের ফি কত
কানারা ব্যাঙ্কের শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা আবেদনের ফি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আরও পড়ুন: ৫ বারের চেষ্টায় UPSC জয়, কেবিসির মঞ্চেও কোটি টাকা জিতেছেন এই IPS
Education Loan Information:
Calculate Education Loan EMI