নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির প্রথম টার্মের পরীক্ষার (CBSE class 12 term 1) ফল অফলাইন মোডে প্রকাশ করেছে। যেহেতু অফলাইন মোড ফলে প্রত্যেক পরীক্ষার্থী তাঁদের রেজাল্ট পাবে স্কুলের মাধ্যমে।


সিবিএসই-এর মুখপাত্র রমা শর্মা বলেন, 'যেমনটা আমাদের জানানো হয়েছে সেই অনুযায়ী, সিবিএসই সকল দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সংশাপত্র তাঁদের স্কুলে পাঠাতে শুরু করে দিয়েছে। প্রত্যেক পড়ুয়া তাঁদের নিজেদের স্কুলে যোগাযোগ করতে পারে।'


যেহেতু প্রত্যেক পরীক্ষার্থীর ফলাফল স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ফলে তাদের এখন নিজেদের স্কুল থেকে নিজের নিজের মার্কশিট সংগ্রহ করতে হবে। এই বছর CBSE দ্বাদশ শ্রেণির টার্ম ১-এর ফলাফল cbseresults.nic.in-এ উপলব্ধ নয়। ছাত্রদের অবশ্যই তাঁদের স্কুলের সঙ্গে যোগাযোগ করেই রেজাল্ট নিতে হবে। CBSE গত সপ্তাহে অফলাইন মোডেই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করেছিল। 


সূত্রের খবর অনুযায়ী, অনেক স্কুল এখনও তাদের লগইন আইডিতে CBSE দ্বাদশের প্রথম টার্মের ফলাফল পায়নি। দশম শ্রেণিরর ফলাফলের ক্ষেত্রেও একই রকম বিলম্ব ঘটে, যা রাত সাড়ে ১১টার দিকে প্রকাশিত হয়েছিল। 


আরও পড়ুন: Indian Army Recruitment 2022: ইন্ডিয়ান আর্মিতে চাকরির সুযোগ, এই পদগুলিতে হচ্ছে নিয়োগ


CBSE দ্বাদশের প্রথম টার্মের ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে না। তবে যদি পরীক্ষার্থীদের ফলাফল অনলাইনে প্রকাশ করা হয় তবে শিক্ষার্থীরা এই ওয়েবসাইটগুলি থেকে ফল দেখে নিতে পারবে, cbseresults.nic.in, results.gov.in, digilocker.gov.in।


সূত্রের খবর অনুযায়ী, সেন্ট্রাল বোর্ড থিওরি পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই স্কুলগুলিতে পাঠিয়ে দিয়েছে। সেগুলি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও প্রিন্সিপাল, তাদের শিক্ষা (Shiksha) লগ ইন আইডি দিয়ে দেখতে পারবেন। প্র্যাক্টিক্যাল পরীক্ষার ফলাফল আগেই স্কুলগুলি প্রকাশ করেছে।


এই বছর, দ্বাদশ শ্রেণির জন্য CBSE প্রথম টার্মের ফলাফলে ছাত্রদের পাস/ফেল স্টেটাস থাকবে না। শুধুমাত্র প্রথম টার্মের MCQ-ভিত্তিক পেপারে স্কোর মিলবে। ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলে দ্বাদশ শ্রেণির প্রথম টার্ম পরীক্ষা।


Education Loan Information:

Calculate Education Loan EMI