Central Railway Jobs: সেন্ট্রাল রেলে ২৪২২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ জানেন ?
Railway recruitment 2022: সব মিলিয়ে ২৪২২টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে সেন্ট্রাল রেলওয়ে। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে নিয়োগের প্রক্রিয়া। আগামী ১৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ।
Central Railway recruitment 2022: সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে রেলের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
Railway recruitment 2022: সব মিলিয়ে ২৪২২টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে সেন্ট্রাল রেলওয়ে। ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে নিয়োগের প্রক্রিয়া। আগামী ১৬ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। আবেদনকারীদের সেন্ট্রাল রেলের অফিশিয়াল ওয়েবসাইট rrccr.com.-এ আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের পাঁচটি ভৌগোলিক অবস্থান (মুম্বই, ভুসাওয়াল, পুনে, নাগপুর , সোলাপুর) থেকে একটি ক্লাস্টার বেছে নিতে হবে। একের বেশি জায়গা বা ক্লাস্টার বেছে নিতে পারবেন না আবেদনকারীরা।
Central Railway recruitment drive 2022: কীভাবে আবেদন করবেন ?
1 অফিশিয়াল ওয়েবসাইট- rrccr.com-এ যান
2 হোম পেজে উপলব্ধ ‘Online application for engagement of apprentices for the year 2021-22’লিঙ্কে ক্লিক করুন
3 সব বিবরণ লিখুন ও প্রয়োজনীয় নথি আপলোড করুন
4 আবেদন সম্পূর্ণ হলে সাবমিটে ক্লিক করুন
5 আরও রেফারেন্সের জন্য 'কনফারমেশন পেজ'টি ডাউনলোড করুন
Jobs in Central Railway: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১৫ বছরের ঊর্ধ্বে ও ২৪-এর নিচে হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যান।
Jobs in Central Railway: শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ক্লাস ১০ বা তার সমতুল্য (10+2 পরীক্ষা পদ্ধতির অধীনে) পাশ করতে হবে। ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের শংসাপত্র থাকতে হবে প্রার্থীর কাছে।
Central Railway recruitment: প্রার্থী বাছাই
মেধা তালিকার ভিত্তিতে হবে প্রার্থী বাছাই। সেই ক্ষেত্রে ম্যাট্রিকুলেশনে (ন্যূনতম ৫০ শতাংশ মোট নম্বর সহ) যে ট্রেডে চাকরিপ্রার্থী কাজ শিখেছেন সেই আইটিআই নম্বরের ভিত্তিতে হবে নিয়োগ।
Education Loan Information:
Calculate Education Loan EMI