নয়াদিল্লি: প্রকাশিত হল ICSE এবং  ISC- র ফল। এদিন বেলা ৩টে নাগাদ ফল প্রকাশ করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে ফল।  cisce.org এবং results.cisce.org- এই দুটি ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ICSE এবং ICS- ফল দেখা যাবে SMS - এর মাধ্যমেও। 


কোনও পরীক্ষার্থী অ্যান্সার কী দেখতে চাইলে অনলাইনেই আবেদন করতে হবে। রেজাল্ট বেরোনোর সাত দিনের মধ্যে এই আবেদন করা যাবে বলে বোর্ড সূত্রে খবর। পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদন বোর্ড গ্রহণ করছে কি না।


কীভাবে দেখবেন ফল?



  • results.cisce.org এই ওয়েবসাইটে যেতে হবে

  • এরপর UID এবং ইনডেক্স নম্বর দিয়ে সাবমিট করতে হবে।

  • এরপরই দেখা যাবে রেজাল্ট।

  • সেখান থেকে ডাউনলোডও করে নেওয়া যাবে।


কীভাবে SMS-এর মাধ্যমে দেখবেন ফল?


ICSE- র রেজাল্ট দেখার জন্য ICSE (স্পেস) ইউনিক আইডি লিখে 09248082883 এই নম্বরে পাঠাতে হবে। পাঠানোর পরই SMS-র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ফল।


প্রকাশিত হল ICSE এবং  ISC- র ফল: আইসিএসইতে দেশে প্রথম বাংলার সম্বিত মুখোপাধ্যায়। আইসিএসইতে দেশে প্রথম স্থানাধিকারী ৯ জনের মধ্যে বাংলার সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত। আইসিএসইতে দেশে দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে বাংলার ৫ জন। আইসিএসইতে দেশে দ্বিতীয় পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চের অনুরাগ নন্দী। মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির তৃষা বিহানি। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার ডে পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস। জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। আইসিএসইতে দেশে দ্বিতীয় কলকাতার গার্ডেনরিচ হাই স্কুলের আরণ্যক রায় এবং ক্যালকাটা গার্লস হাই স্কুলের ঐশী চক্রবর্তী। 


আইএসসিতে দেশে প্রথম স্থানাধিকারী ৫ জনের মধ্যে বাংলার ২ জন। আইএসসিতে দেশে প্রথম ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভম আগরওয়াল ও দ্য হেরিটেজ স্কুলের মান্যগুপ্ত। আইএসসিতে দেশে তৃতীয় কলকাতার জি ডি বিড়লার শুভশ্রী সাহু, এম সি কেজরিওয়াল বিদ্যাপীঠের সিদ্ধার্থ কুমার দুগার, বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্কা সামন্ত, আইএসসিতে দেশে তৃতীয় কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের অনুষা মাইতি, জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ঐশী গঙ্গোপাধ্যায়,কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লসের অন্তরা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI