CISF Constable Recruitment 2024: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ (CISF) নিয়োগ করতে চলেছে কনস্টেবল/ ফায়ার (মেল) পদে। ৩১ অগস্ট রেজিস্ট্রেশন (Online Registration) প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা আবেদন করতে আগ্রহী তাঁরা সিআইএসএফ (CISF Constable Recruitment 2024) - এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in - এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট ১১৩০টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করবে সিআইএসএফ কর্তৃপক্ষ। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ঊর্ধ্বসীমা 


যাঁরা সিআইএসএফ- এ কনস্টেবল পদে নিযুক্ত হতে চাইছেন তাঁরা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন। একটি স্বীকৃত এবং অনুমোদনপ্রাপ্ত বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। 


এর পাশাপাশি ১৮ থেকে ২৩ বছর বয়সের মধ্যে থাকা ব্যক্তিরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের জন্ম ০১/১০/২০০১- এর আগে এবং ৩০/০৯/২০০৬- এর পরে হওয়া চলবে না। 


সিআইএসএফ- এ কনস্টেবল পদে নিয়োগ, কীভাবে আবেদন জমা দেবেন অনলাইনে, জেনে নিন গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায় 



  • প্রথমে আবেদনকারীদের যেতে হবে সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

  • এরপর হোমপেজে থাকা লগ-ইন লিঙ্কে ক্লিক করতে হবে। 

  • এর ফলে কম্পিউটার স্ক্রিনে আপনার সামনে খুলে যাবে একটি নতুন পেজ। 

  • এই নতুন পেজে থাকা CISF Constable Recruitment 2024 অপশনে ক্লিক করতে হবে আবেদনকারীদের। 

  • এবার রেজিস্টার করতে হবে এবং অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে আপনাকে। 

  • এরপর ভালভাবে দেখেশুনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 

  • এবার সাবমিট বাটনে ক্লিক করে পেজ ডাউনলোড করতে হবে আপনাকে। 

  • ভবিষ্যতের প্রয়োজনে অ্যাপ্লিকেশন ফর্মের একটি হার্ড কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।  


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কতটা ধার্য হয়েছে 


অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য হয়েছে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত চাকরিজীবী - এই আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। অনলাইনে ফি জমা দিতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইউপিআই কিংবা নগদে এসবিআই- এর যেকোনও শাখায় এসবিআই চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। অন্যান্য কোনও মাধ্যমে টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বাকি যাবতীয় তথ্য পাওয়া যাবে সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 


আরও পড়ুন- ৫৫০ জন শিক্ষানবিশ নিয়োগ করবে এই ব্যাঙ্ক, স্নাতক পাশেই মিলবে সুযোগ 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI