কলকাতা: ৭ জুলাই অনুষ্ঠিত হবে সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET 2024)। এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ৭ মার্চ থেকে। আজ ২ এপ্রিল আবেদনের শেষ তারিখ। জাতীয় স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হল সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুল যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও অন্যান্য স্কুলে এই প্রক্রিয়ায় শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বিভিন্ন ক্লাসের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলে। সেই CTET-এর জন্যই আবেদনের শেষ তারিখ আজ।


সিটেট পরীক্ষার (CTET Application Online) জন্য কীভাবে আবেদন ?



  • সিটেট পরীক্ষার জন্য় আবেদন করতে হলে প্রথমে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে।

  • হোম পেজেই আবেদনের ফর্মের লিঙ্ক পাওয়া যাবে।

  • নতুন ইউজার হলে ওই লিঙ্কে গিয়ে প্রথমে রেজিস্টার করাতে হবে।

  • রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

  • এবার ফর্ম পূরণের প্রথম ধাপে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য একে একে ভরতে হবে।

  • পরবর্তী ধাপে নিজের স্ক্যানড ডকুমেন্ট য়পিসআপলোড করতে হবে।

  • এর পর আবেদনের খরচ পে করার জন্য পরের পেজে নিয়ে যাবে সাইট। 

  • সেখানে নির্দিষ্ট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করলেই সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া। 

  • এর পর একটি কনফার্মেশন পেজ দেখাবে। ওই পেজটি প্রিন্ট করে রেখে দিলেই হবে।


সিটেট অ্যাপ্লিকেশন ফি (CTET Application Fees)



  • জেনারেল, ওবিসি ক্যাটেগরির পরীক্ষার্থীরা যেকোনও একটি পেপারের পরীক্ষা দিলে  অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা।

  • জেনারেল, ওবিসি ক্যাটেগরির পরীক্ষার্থীরা দুটি পেপারের পরীক্ষা দিলে  অ্যাপ্লিকেশন ফি ১২০০ টাকা।

  • এসসি,এসটি, পিডব্লিউডি ক্যাটেগরির পরীক্ষার্থীরা যেকোনও একটি পেপারের পরীক্ষা দিলে  অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা।

  • এসসি,এসটি, পিডব্লিউডি ক্যাটেগরির পরীক্ষার্থীরা দুটি পেপারের পরীক্ষা দিলে  অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা।


সিটেট পরীক্ষার জন্য যোগ্যতার (CTET Eligibility Criteria) মাপ


সিটেট পরীক্ষার এলিজিবিলিটির শর্তগুলি একেক ক্যাটেগরির জন্য একেকরকম। আবার একেক ক্লাসের ভিত্তিতে তা পাল্টে যায়। এই ব্যাপারে বিস্তারিত জেনে নিতে সরকারি ওয়েবসাইটের নির্দিষ্ট বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।


ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন -Viral Video: যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার


Education Loan Information:

Calculate Education Loan EMI