UGC Rules: কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা CUET নিয়ে বড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC Rules)। প্রথমত এই বছর যেভাবে হাইব্রিড মোডে সারা দেশে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল, এবারে তা আর হচ্ছে না। সম্পূর্ণ পরীক্ষাই হবে সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড মোডে। এছাড়াও আরও বড় বদল হল, এবার থেকে দ্বাদশ উত্তীর্ণ (CUET UG) প্রার্থীরা যে কোনো বিষয়ের উপরেই এই পরীক্ষা দিতে পারবেন। এমন কোনো বাধাঁধরা নিয়ম রইল না যে, দ্বাদশের পাঠ্যক্রমের (CUET UG 2025) বিষয় অনুসারেই কলেজে ভর্তি হতে হবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে কোনো ছাত্র-ছাত্রী পড়েননি এমন কোনো বিষয়েও এই প্রবেশিকা দেওয়া যাবে। পড়ুয়ারা উচ্চশিক্ষার সুযোগ পাবেন একাধিক বিষয়ে। আরও কী বদল এল ?
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, '২০২৫ সালের এই সিইইউটি পরীক্ষা হবে সম্পূর্ণরূপে সিবিটি মোডে। আগের বছরের মত এবার আর হাইব্রিড মোডের সুবিধে থাকবে না। বিষয় নির্বাচনের ক্ষেত্রে আগের বছরের মত ৬৩টি বিষয়ের বদলে কেবলমাত্র ৩৭টি বিষয়ই বেছে নিতে পারবেন ছাত্র-ছাত্রীরা। আর যে যে বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে সেই বিষয়ে পড়তে চাইলে ছাত্র-ছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তাদের জেনারেল অ্যাপ্টিটিউড টেস্টের স্কোরের মাধ্যমে'।
তিনি আরও বলেন, 'এমনকী ছাত্র-ছাত্রীরা দ্বাদশ শ্রেণিতে পড়েননি এমন কোনো বিষয়ের উপরেও এই পরীক্ষায় বসতে পারবেন, পাবেন উচ্চশিক্ষার সুযোগ। এর মাধ্যমে পড়ুয়াদের উচ্চশিক্ষার নিয়মে বাঁধা গণ্ডির বাইরে বের করে আনা সহজ হবে। আগের বছর সর্বোচ্চ ৬টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন পড়ুয়ারা, তবে এবার তা কমিয়ে আনা হয়েছে পাঁচটিতে। অর্থাৎ ২০২৫ সালে এই CUET পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ ৫টি বিষয়ের উপর পরীক্ষা দিতে পারবেন।'
আরও অনেক বদল আনা হয়েছে পরীক্ষা পদ্ধতিতে। আগে বিষয়ের উপর ভিত্তি করে কোনো পরীক্ষা ৪৫ মিনিট আবার কোনো পরীক্ষা ৬০ মিনিটে আয়োজিত হত। এবার থেকে সমস্ত পরীক্ষাই বাধ্যতামূলকভাবে ৬০ মিনিট সময়ের মেয়াদে নেওয়া হবে বলেই জানিয়েছে ইউজিসি। এখন থেকে সমস্ত প্রশ্নই থাকবে বাধ্যতামূলক, কোনো বিকল্প প্রশ্ন দেওয়া হবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: IIT Placements: বছরে ৪.৩ কোটি বেতন ! IIT পড়ুয়াকে রেকর্ড প্যাকেজে চাকরি দিল এই সংস্থা
Education Loan Information:
Calculate Education Loan EMI