কলকাতা: আগেও একবার সিইউইটি ইউজি-এর এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ পিছিয়ে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার ফের আরেকবার সেই তারিখ পিছোনো হল। নতুন করে লাস্ট ডেট ঘোষণা করেছে এনটিএ। তাতে ৫ এপ্রিল পর্যন্ত আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাৎ ৫ এপ্রিল পর্যন্ত সিইউইটি ইউজি-এর এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। প্রসঙ্গত, আজ অর্থাৎ ৩১ মার্চ ছিল এই রেজিস্ট্রেশনের শেষ তারিখ। এর আগে ২৮ মার্চ শেষ তারিখ হিসেবে নির্ধারিত হয়েছিল। পরের সংশোধন ৩১ মার্চ পাল্টে এবার ৫ এপ্রিল করা হল। সিইউইটি ইউজি-এর এন্ট্রান্স পরীক্ষা আগামী ১৫ মে থেকে ৩১ মে-এর মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। 


কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ?


ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ৩১ মার্চ অর্থাৎ রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের শেষ তারিখ ৩১ মার্চের বদলে ৫ এপ্রিল করা হচ্ছে। আবেদন জমা দেওয়ার সময়সীমা ৫ এপ্রিল রাত ৯ টা বেজে ৫০ মিনিট পর্যন্ত। আবেদনের খরচ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল। সময়সীমা রাত ১১ টা বেজে ৫০ মিনিট পর্যন্ত।


কবে থেকে সংশোধন করা যাবে ?


ফর্ম সংশোধনের জন্য কারেকশন উইন্ডো খোলা হবে। তাতে কোনও তথ্য পাল্টে শুধরে নেওয়া যাবে। এই সংশোধন করা যাবে ৬ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ কারেকশন উইন্ডো ফর্ম জমা দেওয়ার ২৪ ঘন্টা পর খোলা হবে। এর পর আরও ২৪ ঘন্টা পর্যন্ত সেটি খোলা থাকবে। ৭ এপ্রিল ১১ টা বেজে ৫০ মিনিটে বন্ধ হয়ে যাবে কারেকশন উইন্ডো।


আবেদনের জন্য ভেরিফিকেশন করাতে কোন পরিচয়পত্র লাগবে ?


আবেদন ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করাতে হলে পরিচয়পত্র দিয়ে লগইন করতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে। সেখানে ফর্ম সাবমিশন করতে হলে কিছু নির্দিষ্ট পরিচয়পত্রের সাহায্যে লগইন ও রেজিস্ট্রেশন করতে হবে। এই পরিচয়পত্রগুলির মধ্যে রয়েছে, 



  • আধার কার্ড

  • ডিজিলকার

  • এবিসি আইডি

  • পাসপোর্ট

  • প্যান কার্ড

  • স্কুল বা অন্য কোনও সরকারি পরিচয়পত্র যাতে নিজের একটি ছবি রয়েছে।


ফর্ম ভরতে কোনও সমস্যা হলে ?


ফর্ম ভরতে কোনও সমস্যা হলে  এনটিএ-র দেওয়া নির্দিষ্ট মেল আইডিতে মেল করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে, মূল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে।


ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন -  Viral Video: যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার


Education Loan Information:

Calculate Education Loan EMI