IIT Admission without JEE: দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দেওয়ার পরে বহু ছাত্র-ছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে ঝুঁকে পড়েন এবং চেষ্টা করেন যাতে দেশের সবথেকে শ্রেষ্ঠ প্রকৌশলী প্রতিষ্ঠান আইআইটিগুলিতে সুযোগ পাওয়ার জন্য। আর এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীদের জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষায় পাশ করতে হয় এবং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (IIT Admission) পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয়। তারপরেই একজন প্রার্থী আইআইটিতে পড়ার স্বপ্নপূরণ করতে পারেন। কিন্তু অনেকেই জানেন না, আইআইটিতে এমন অনেক কোর্স রয়েছে যেগুলিতে (JEE Mains) পড়ার জন্য কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না। আইআইটি মাদ্রাজ এবং আইআইটি দিল্লিতেই রয়েছে এমন কিছু কিছু কোর্স যাতে ভর্তি হওয়ার জন্য কোনো প্রার্থীকেই জয়েন্ট এন্ট্রান্স মেনস বা অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে না।
প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ডিগ্রি – আইআইটি মাদ্রাজে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি নির্ণায়ক পরীক্ষায় পাশ করতে হয়, এক্ষেত্রে বাঁধাধরা আসন সংখ্যার উল্লেখ নেই। যে সমস্ত প্রার্থীরা কেরিয়ার ব্রেক নিচ্ছেন তারা এই কোর্সে ভর্তি হতে পারেন। একই কোর্সে ৪ বছরের বিএস ডিগ্রিও দেয় এই প্রতিষ্ঠান। সেক্ষেত্রে কোনো সংস্থায় বা গবেষণা প্রতিষ্ঠানে ৮ মাসের শিক্ষানবিশি করতে হবে প্রার্থীকে। দশম শ্রেণিতে ইংরেজি ও গণিত নিয়ে পড়ে থাকলে এই কোর্সের জন্য আবেদন করা যায়।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোর্স – ইউজি ও পিজির ছাত্র-ছাত্রীরা এর জন্য আবেদন করতে পারেন। অনলাইনে স্বয়ম পোর্টালেও এই কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। আইআইটি মাদ্রাজে এই কোর্সের মেয়াদ ৩ মাস। আইআইটি দিল্লিতেও এই বিষয়ের একটি ৬ মাসের সার্টিফিকেট কোর্স রয়েছে Artificial Intelligence And Machine Learning For Industry নামে। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, গণিত বা বিজ্ঞানের পড়ুয়ারা এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
মেশিন লার্নিং ও ডিপ লার্নিংয়ের উপরে সার্টিফিকেট কোর্স – আইআইটি দিল্লিতে এটিও ৬ মাসের একটি কোর্স যেখানে বিই, বিটেক, এমই, এমটেক, বিসিএ, এমসিএ এবং গণিত, পরিসংখ্যান, ইলেকট্রনিক্স, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স ইত্যাদিতে স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা পাবেন সুযোগ।
অ্যাপ্লায়েড ডেটা সায়েন্স এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে সার্টিফিকেট প্রোগ্রাম – বিজ্ঞান, গণিত, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা এই ৬ মাসের কোর্সের জন্য ভর্তি হতে পারেন। এর খরচ কর ব্যতীত মোট ১ লক্ষ ৬৯ হাজার টাকা।
- ব্যাচেলর অফ সায়েন্স ইলেক্ট্রনিক সিস্টেমস প্রোগ্রাম
- অ্যাডভান্সড সার্টিফিকেশন প্রোগ্রাম ইন পারসুয়েসিভ ইউএক্স স্ট্র্যাটেজি
- এক্সিকিউটিভ প্রোগ্রাম ইন রোবোটিকস
- অ্যাডভান্সড সার্টিফিকেশন প্রোগ্রাম ইন ডেটা সায়েন্স ও ডিসিশন সায়েন্স
আরও পড়ুন: Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের শিকার আপনিও ? এই নম্বরে এক ফোনেই ফেরত পাবেন সব টাকা
Education Loan Information:
Calculate Education Loan EMI