UPSC FIR Against Puja Khedkar: ভুয়ো নথি দিয়ে চাকরি। ইউপিএসসির মত কঠিন পরীক্ষার বেড়া টপকে ভুয়ো নথি দিয়ে আইএএস হয়েছেন পূজা খেড়কার। আর তাঁকে ঘিরেই এখন বিতর্ক (Puja Khedkar) তুঙ্গে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC FIR) পূজা খেড়কারের বিরুদ্ধে ভুয়ো তথ্য, জাল নথি দিয়ে চাকরি পাওয়ার কারণে FIR দায়ের করেছে। শুক্রবার ১৯ জুলাই এই মামলা দায়ের করেছে ইউপিএসসি। অসদুপায় অবলম্বন করে চাকরি পাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন আরেক আইএএস। এক্স হ্যান্ডলে ইউপিএসসির আজকের পদক্ষেপের বিজ্ঞপ্তি পোস্ট করে সহমতি জানিয়েছেন স্মিতা সবরওয়াল (Smita Sabharwal)।
সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য বারবার নিজের বহু তথ্য জাল করেছেন পূজা খেড়কার (Puja Khedkar), সমস্ত রকম সংরক্ষণ এবং সুবিধে নেওয়ার জন্য ভুয়ো নথি জমা করেছেন তিনি। সিভিল সার্ভিসে সুযোগ পাওয়ার জন্য পূজা খেড়কার শারীরিক অক্ষমতা এবং প্রান্তিক গোষ্ঠীর সদস্যতার প্রমাণ হিসেবে সার্টিফিকেট আদায় করেছেন মিথ্যা কারসাজির মাধ্যমে। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহারও করেছেন তিনি।
ইতিমধ্যেই তাঁর প্রশিক্ষণ পর্ব বাতিল করা হয়েছে এবং তাঁকে মুসৌরিতে IAS অ্যাকাডেমিতে ডেকে পাঠানো হয়েছে আগামী ২৩ জুলাই। ২০২২ সালে তাঁর দেওয়া পরীক্ষা বাতিলের কারণে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) তাঁর বিরুদ্ধে একটি শো-কজ নোটিশও জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে আগামীতে সমস্ত পরীক্ষা থেকে বিরত থাকতে বলা হয়েছে পূজা খেড়কারকে। অর্থাৎ পূজা খেড়কার আগামীতে আর কোনও পরীক্ষা দিতে হবে না। এরপরে দিল্লি পুলিশের কাছে ইউপিএসসি মামলা দায়ের করেছে।
ভুয়ো তথ্য দিয়ে স্বাভাবিক নিয়মের থেকে বেশিবার অ্যাটেম্পট নিয়েছেন পূজা খেড়কার (Puja Khedkar)। মিস পূজা মনোরমা দিলীপ খেড়কারের বিরুদ্ধে তাই মামলা দায়ের করেছে ইউপিএসসি। এবারে পূজা খেড়কারের বিরুদ্ধে মুখ খুললেন আরেক আইএএস স্মিতা সবরওয়াল। এক্স হ্যান্ডলে ইউপিএসসির বিজ্ঞপ্তি পোস্ট করে স্মিতা সবরওয়াল লেখেন, 'লক্ষ লক্ষ ইউপিএসসি পরীক্ষার্থীর ভরসা ও বিশ্বাস ফিরে এল। আশা করছি এখানেই এটা শেষ হবে না। এখন কর্মরত সমস্ত অফিসারদের নিয়োগের ব্যাপারে সমস্ত তথ্য নথি যাচাই করে দেখা হোক।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: CrowdStrike: কী হয়েছে মাইক্রোসফটের? মুখ খুললেন সিইও সত্য নাদেলা! কী বললেন মাস্ক?
Education Loan Information:
Calculate Education Loan EMI