নয়াদিল্লি: একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IAS রুচি বিন্দালের সংগ্রাম কাহিনি।


বয়স বছর ২৭। একবছর আগে গোটা দেশে চূড়ান্ত ক্রমতালিকায় তাঁর নাম ছিল ৩৯ নম্বরে। না, খুব সহজ ছিল না যাত্রাপথ। প্রথমবারের চেষ্টাতেই আসেনি এই সাফল্য। তবে ? এক-দুই-তিন-চার নয়, পাঁচবারের চেষ্টায় IAS হয়েছেন রুচি। সফল হয়ে তাঁর সাফল্য দাদুকে উৎসর্গ করেন। যিনি প্রিয় নাতনির এই জয় দেখে যেতে পারেননি। ইন্টারভিউয়ের কদিন আগেই মারা যান। 


আরও পড়ুন ব্যাকবেঞ্চার হওয়া মানেই সব শেষ নয়, IAS হওয়া যায়


পরিবারের সাপোর্ট থাকলে যে অসাধ্য সাধন করা যায় তা রুচির কথায় স্পষ্ট। বলছিলেন, চারবার ব্যর্থ হওয়ার পর নিজের পাশে থাকার, নিজেকে অনুপ্রাণিত করাটা খুব কঠিন ছিল। শুধু পরিবার পাশে থাকায় হতাশ হননি। না হলে UPSC ক্লিয়ার করার স্বপ্ন স্বপ্নই থেকে যেত। 


আরও পড়ুন এভাবেও ফিরে আসা যায়... তিনবারের চেষ্টায় সফল


রুচি  বিন্দাল। বাবা ব্যবসায়ী। মা হোমমেকার। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে গ্র্যাজুয়েট রুচি। পোস্ট গ্র্যাজুয়েট কনফ্লিক্ট অ্যানালিসিসে অ্যান্ড পিস বিল্ডিংয়ে।  


চাকরির প্রস্তুতি যখন শুরু করেন, নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর দিকে সবথেকে বেশি জোর দেন রুচি। রোজ। অসংখ্য মক টেস্ট দেন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার RCA-তে পরীক্ষার জন্য কোচিং নিয়েছিলেন তিনি। এবং বেস্ট পারফরমার ছিলেন। 


রুচির টিপস



  • সিলেবাস খুব ভালো করে পড়তে হবে। প্রতি বিষয়ের জন্য অনেক বই নয়। নির্দিষ্ট, ভালোমানের কিছু বই জোগাড় করে পড়তে হবে। এতে সময়ও সাশ্রয় হবে। 

  • পরীক্ষায় পাশ করার সম্ভাবনাও বাড়বে। রুচির বক্তব্য, পরীক্ষায় সফল হতে প্রত্যেকের আলাদা আলাদা রণনীতি থাকে। সেজন্য অন্য কারো পদ্ধতি ফলো না করে নিজের প্রয়োজন অনুযায়ী রণনীতি তৈরি করা প্রয়োজন। 

  • যত বেশি উত্তর লেখার অনুশীলন করা হবে, তত বেশি লাভ হবে পরীক্ষার্থীদের। আর দরকার ধৈর্য। অসফল হলে সেখান থেকে শিক্ষা নিয়ে ভুলত্রুটি এড়াতে হবে। এগোতে হবে। কড়া পরিশ্রম আর ধৈর্য্যই এই পরীক্ষায় সফল হওয়ার অন্যতম হাতিয়ার। 


Education Loan Information:

Calculate Education Loan EMI