নয়াদিল্লি: একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS, তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? তবে, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IAS পরিতোষ পঙ্কজের সংগ্রাম কাহিনি।


কোনও পরীক্ষার ভিত্তিতে 'সফল', 'অসফল' বলে দেগে দেয় যারা, তাদের কথায় কান না দেওয়ার পরামর্শ পরিতোষের। নিজে লড়াই করেছেন। বারবার ব্যর্থ হয়েছেন। তাই ভবিষ্যৎ চাকরিপ্রার্থীদের লড়াইয়েরই পরামর্শ পরিতোষের। IAS অফিসার হতে গেলে কোনও শর্টকাট নেই। শর্টকাটে বাজিমাত করা যায় না। 


বিহারের গ্রামে জন্ম। নটিক্যাল সায়েন্সে বিএসসি পাশ করার পর একটি জাহাজ কোম্পানিতে চাকরি নেন। পাঁচ বছর পর সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে UPSC-র জন্য প্রস্তুতি নেবেন। চলে যান দিল্লি। শুরু হয়ে যায় পরীক্ষার প্রস্তুতি। 


IAS Success Story: পরপর চারবার বিফল হয়েও কামব্যাক, IAS রুচি


প্রথমবারের চেষ্টাতেই তিনটি স্তর টপকান। কিন্তু শেষরক্ষা হয়নি। জায়গা করে নিতে পারেননি চূড়ান্ত তালিকায়। তারপরে আরও দু'বার বসেন পরীক্ষায়। অসফল। না হতাশ হয়ে পড়েননি তিনি। চতুর্থবার আবার বসেন। এবার আর হারিয়ে যায়নি তাঁর মনোবল। IAS-এর কঠিন জার্নিতে সফল হন পরিতোষ। 


পরিতোষের টিপস


NCERT-র বই ধরে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন পরিতোষ পঙ্কজ। একদম মূল থেকে শুরু করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। লাগাতার প্রস্তুতি নেওয়া দরকার। আর শর্টকাটে IAS-এ সফল হওয়া যায় না। ধৈর্য UPSC-তে সফল হতে খুব বেশি দরকার বলে মত পরিতোষের। অসফল হওয়ার পর যারা কটাক্ষ করে তাদের কথায় পাত্তা না দিতেও পরামর্শ দিচ্ছেন এই IAS অফিসার। কোনও পরীক্ষাই কোনও প্রার্থীর ব্যক্তিত্বের নির্ধারক হতে পারে না। কোনও একজনের ব্যক্তিত্ব, কোনও এক পরীক্ষার থেকেও অনেক বেশি হয়। 


তথ্যসূত্র : এবিপি লাইভ হিন্দি


Education Loan Information:

Calculate Education Loan EMI