IBPS RRB Clerk Admit Card 2024: ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস) সম্প্রতি রিজিওনাল রুরাল ব্যাঙ্কে গ্রুপ বি অফিস অ্যাসিসট্যান্টস (মাল্টিপারপাস) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বা কল লেটার প্রকাশ করেছে। আইবিপিএস আরআরবি ক্লার্ক নিয়োগের প্রিলিমনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড এটি। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইট ibps.in - এখান থেকে কল লেটার ডাউনলোড করা যাবে। 



  • প্রিলিমিনারি পরীক্ষা হবে অগস্ট মাসে। নির্দিষ্ট দিনক্ষণ লেখা থাকবে অ্যাডমিট কার্ডে। 

  • আগামী ১৮ অগস্ট থেকে আইবিপিএস আরআরবি ক্লার্ক প্রিলিমস পরীক্ষার কল লেটার ডাউনলোড করা যাবে। 

  • বিভিন্ন ব্যাঙ্ক মিলিয়ে মোট ৫৮০০ শূন্যপদ রয়েছে গ্রুপ বি অফিস অ্যাসিসট্যান্টের পদে নিয়োগের জন্য। 


কীভাবে ডাউনলোড করবেন আইবিপিএস আরআরবি ক্লার্ক প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড/কল লেটার 



  • প্রথমে যেতে হবে ibps.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে। 

  • এবার আরআরবি ক্লার্ক (গ্রুপ বি অফিস অ্যাসিসট্যান্ট) প্রিলিমিনারি পরীক্ষার কল লেটারের ডাউনলোড লিঙ্ক পাবেন, সেটি খুলতে হবে। 

  • এরপর আপনাকে রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর এবং পাসওয়ার্ড/জন্মতারিখ দিতে হবে। 

  • সমস্ত ডিটেলস দিয়ে কল লেটার ডাউনলোড করতে হবে। 


প্রিলিমিনারি পরীক্ষার খুঁটিনাটি তথ্য 


মোট ৮০ নম্বরের পরীক্ষা হবে। ৪৫ মিনিট ধরে চলবে পরীক্ষা। মোট ৮০টি প্রশ্ন থাকবে দুটো ভাগে। রিজনিংয়ে থাকবে ৪০টি প্রশ্ন, তাতে মোট ৪০ নম্বর থাকবে। আর নিউমেরিকাল এবিলিটিতেও ৪০টি প্রশ্ন থাকবে, মোট ৪০ নম্বরের। প্রথম বিভাগের পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং দ্বিতীয় বিভাগের পরীক্ষার জন্য ২০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। 


পরীক্ষার দিন কী কী নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের 


অ্যাডমিট কার্ডের একটা প্রিন্টেড কপি রাখতে হবে সঙ্গে। এছাড়াও রাখতে হবে ছবি। যে ছবি অ্যাপ্লিকেশন ফর্মে দিয়েছেন, সেই ছবিই রাখতে হবে সঙ্গে। সঙ্গে অতিরিক্ত ছবি রাখবেন। পরীক্ষার হলে প্রয়োজন হবে। এর পাশাপাশি গ্রহণযোগ্য ফটো আইডি প্রমাণ রাখতে হবে সঙ্গে। অরিজিনাল কপিই সঙ্গে রাখতে হবে। বাকি যাবতীয় তথ্য পাবেন আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 


আরও পড়ুন- NCERT সংস্থায় অধ্যাপক নিয়োগ, বিপুল শূন্যপদ- আবেদনের শেষ দিন কবে ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI