India Government Mint Kolkata: ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় (Kolkata) সুপারভাইজার, এনগ্রেভার ও জুনিয়র টেকনিশিয়ানের ৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র ভারত সরকার মিন্ট, কলকাতা (পশ্চিমবঙ্গ) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।  চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যগত উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।

Jobs In Kolkata: ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা নিয়োগ পদের নাম খালিসুপারভাইজার 01খোদাইকারী 02জুনিয়র টেকনিশিয়ান 06

IGMK নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা:পদের নাম            যোগ্যতাসুপারভাইজার     স্নাতকোত্তর ডিগ্রিএনগ্রেভার          ব্যাচেলর অফ ফাইন আর্টসজুনিয়র টেকনিশিয়ান     ফুল-টাইম I.T.I.শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন। 

IGMK নিয়োগ 2023 বয়সসীমা:পদের নাম বয়সসুপারভাইজার 18 বছর থেকে 30 বছরএনগ্রেভার 18 বছর থেকে 28 বছরজুনিয়র টেকনিশিয়ান 18 বছর থেকে 25 বছর

IGMK নিয়োগ 2023 বেতন স্কেল:পদের নাম               বেতনসুপারভাইজার 27600/- থেকে 95910/-এনগ্রেভার       23910/- থেকে 85570/-জুনিয়র টেকনিশিয়ান 18780/- থেকে 67390/-

আবেদন ফি:প্রার্থীদের অবশ্যই 600/- (SC/ST-এর জন্য 200/- টাকা) একটি আবেদন ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা অন্য কোনও বিকল্প ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি জামা দিতে হবে। আও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখুন।

ভারত সরকার মিন্ট কলকাতা নিয়োগ 2023 আবেদন প্রক্রিয়া:আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ভারত সরকার মিন্ট, কলকাতা (পশ্চিমবঙ্গ) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। নির্ধারিত ফি সফলভাবে পেমেন্ট করার পরে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে, সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন/স্বীকৃতি স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে কোনো প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথিপত্র ভারত সরকার মিন্ট, কলকাতা (পশ্চিমবঙ্গ) পাঠাবেন না। সমস্ত যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।

কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার বিস্তারিত নির্দেশাবলীর জন্য, অনুগ্রহ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন। সেখানেই সঠিক বিষয়টি জানতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখগুলি:অনলাইন আবেদনের শুরুর তারিখ: 08-06-2023

অনলাইন আবেদনের শেষ তারিখ: 07-07-2023

আরও পড়ুন : Jobs In Nadia: নদিয়া জেলা গ্রামীণ লাইব্রেরিতে নিয়োগের বিজ্ঞপ্তি, এই দিন আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI