Job News: ভারতীয় সেনাবাহিনীতে টেকনিক্যাল এন্ট্রি স্কিমের অধীনে ২০২৫ সালের জুলাই ব্যাচের জন্য নিয়োগ শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্য প্রার্থীরা এই নিয়োগের (Indian Army Recruitment 2024) বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে মোট ৯০টি পদ পূরণ করা হবে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যেই প্রার্থীদের আবেদন করে ফেলতে হবে। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য যোগ দিতে চান, তাদের এই বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়তে হবে।
কারা যোগ্য এই পদের জন্য
যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের ন্যূনতম দ্বাদশ শ্রেণি বা তাঁর সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তবে দ্বাদশ শ্রেণিতে অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। এমনকী এই নিয়োগের জন্য প্রার্থীকে জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা ২০২৪-এও পাশ করে থাকতে হবে।
বয়স কত হতে হবে
এই সমস্ত পদের জন্য আবেদনকারী আগ্রহী প্রার্থীদের (Indian Army Recruitment 2024) বয়স হতে হবে ১৬.৫ বছর থেকে ১৯.৫ বছরের মধ্যে। ২০২৫ সালের ১ জুলাই হল বয়সের নির্ণায়ক সময়। প্রার্থীর জন্মতারিখ কখনই ২০০৬ সালের ২ জানুয়ারির আগে হলে চলবে না বা ২০০৯ সালের ১ জানুয়ারির পরে হলেও চলবে না।
বেতন কী পাওয়া যাবে
লেফটেন্যান্ট পদের বেতন – লেভেল ১০ – ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত
ক্যাপ্টেন পদের বেতন – লেভেল ১০বি – ৬১,৩০০ টাকা থেকে ১,৯৩,৯০০ টাকা পর্যন্ত
মেজর পদের বেতন – লেভেল ১১ – ৬৯,৪০০ টাকা থেকে ২,০৭,২০০ টাকা পর্যন্ত
লেফটেন্যান্ট কর্ণেল পদের বেতন – লেভেল ১২এ – ১,২১,২০০ টাকা থেকে ২,১২,৪০০ টাকা পর্যন্ত
কর্নেল পদের বেতন – লেভেল ১৩ – ১,৩০,৬০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত
ব্রিগেডিয়ার পদের বেতন – লেভেল ১৩এ – ১,৩৯,৬০০ টাকা থেকে ২,১৭,৬০০ টাকা পর্যন্ত
মেজর জেনারেল পদের বেতন – লেভেল ১৪ – ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা পর্যন্ত
আরও পড়ুন: UGC NET Result 2024: জুনের NET দিয়েছিলেন ? প্রকাশ্যে ফলাফল, কীভাবে জানবেন আপনার স্কোর ?
Education Loan Information:
Calculate Education Loan EMI