নয়াদিল্লি: ইন্ডিয়ান নেভিতে(Indian Navy)২৫০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর্টিফাইজার অ্যাপ্রেন্টিস Artificer Apprentice (AA) ও সিনিয়র সেকেন্ডারি রিক্রুট Senior Secondary Recruit (SSR) পদে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?
ভারতীয় নৌ-বাহিনীর এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেবল অবিবাহিত পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ সালেই এই ব্যাচের নিয়োগ শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ হাজার আবেদনকারীকে ক্লাস ১০ ও ১২ -এর নম্বরের ভিতিত্তে বাছাই করা হবে। পরে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এর পাশাপাশি থাকবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। শেষে সব পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিক্যাল টেস্ট দিতে হবে পরীক্ষার্থীকে। মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলে পোস্টিং দেওয়া হবে সেই চাকরিপ্রার্থীকে।
কোন পদে কত নিয়োগ ?
সব মিলিয়ে এই নিয়োগের প্রক্রিয়ায় ২৫০০ জনকে নিয়োগ করবে ইন্ডিয়ান নেভি। যার মধ্যে Artificer Apprentice (AA) পদে নিয়োগ হবে ৫০০ জন। বাকি ২০০০ পদে Senior Secondary Recruit (SSR) ক্যাডেটদের নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় নৌ-বাহিনীর এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন।আর্টিফাইজার অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে দ্বাদশ শ্রেণিতে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীকে ইন্ডিয়ান নেভির অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
সিনিয়র সেকেন্ডারি রিক্রুটের ক্ষেত্রে আবেদনকারীকে ১২ পাশ হতে হবে। সঙ্গে পাঠ্যক্রমে ম্যাথেমেটিক্স ও ফিজিক্সের সঙ্গে বায়োলজি বা কম্পিউটার থাকা বাধ্যতামূলক।
চাকরিপ্রার্থীর বয়স সীমা
এই দুই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর জন্ম তারিখ ২০০২ সালে ফ্রেব্রুয়ারির এক তারিখ থেকে ২০০৫ সালের ৩১ জানুয়ারির মধ্য়ে হতে হবে। এই পদে অনলাইনে আবেদনের জন্য https://www.joinindiannavy.gov.in-এ ভিজিট করতে হবে চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন: MSCWB recruitment 2021: রাজ্যে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন: South Central Railway Recruitment 2021: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদ খালি
Education Loan Information:
Calculate Education Loan EMI