IOCL Recruitment: ইন্ডিয়ান অয়েলে Indian Oil Corporation Limited (IOCL)ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রচুর পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের।


Indian Oil Recruitment 2021: কত নিয়োগ
ইন্ডিয়ান অয়েল মার্কেটিং ডিভিশন ইস্টার্ন রিজনে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৫২৭ টি পদে নিয়োগ করা হবে। টেকনিক্যাল/ নন টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, সিভিল ইলেকট্রনিক্স, ডেটা এন্ট্রি অপারেটর, সেলস অ্যাসোসিয়েট, অ্যাকাউন্ট্যান্ট ছাড়াও আরও পদে নিয়োগ করা হবে। পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমে হবে এই নিয়োগ। এই বিষয়ে বিশদে জানতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।


TRADE APPRENTICES (TECHNICAL/ NON-TECHNICAL)
টেকনিক্যাল/ নন টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিক, সিভিল ইলেকট্রনিক্স, ডেটা এন্ট্রি অপারেটর, রিটেল সেলস অ্যাসোসিয়েট, অ্যাকাউন্ট্যান্ট ছাড়াও আরও পদে নিয়োগ করা হবে।


IOCL Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।সঙ্গে নির্দিষ্ট ফিল্ডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীর।এ ছাড়াও নির্দিষ্ট পদের জন্য ক্লাস ১২ পাশ ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীদের।


IOCL Recruitment: বয়স সীমা
ইন্ডিয়ান অয়েলের অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১৮-২৪ বছরের মধ্যে বয়স হতে হবে। এই বয়স কেবল General/EWS চাকরিপ্রার্থীদের জন্য প্রযোজ্য।তবে SC/ST/OBC (NCL)/PwBD চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সসীমায় কিছু ছাড় রয়েছে। এই বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইট https://iocl.com-এ বিস্তারিত জানা যাবে।


Indian Oil Recruitment 2021: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই পদে নিযুক্ত হতে গেলে চাকরিপ্রার্থীদের ৯০মিনিটের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষা কলকাতা, পটনা, ভুবনেশ্বর, রাঁচি ও গুয়াহাটিতে হবে। এই পরীক্ষার বিষয়ে চাকরিপ্রার্থীদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ৪ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।


Official website of Indian Oil Corporation Limited (IOCL) — https://iocl.com


আরও পড়ুন : Kolkata Port Trust Recruitment: কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরির সুযোগ, এই দিন সরাসরি হবে ইন্টারভিউ


আরও পড়ুন : Data Entry Operator Recruitment : রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের পদ খালি, জেনে নিন আবেদনের যোগ্যতা


Education Loan Information:

Calculate Education Loan EMI