Indian Railway Contest: ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার দেবে রেল, ৩১ মে-র মধ্যেই করতে হবে এই কাজ; কী জানাল রেল ?
Indian Railway Digital Clock Contest: অফিসিয়াল এক্স হ্যান্ডলে রেলওয়ের তরফে এই পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'একটা ডিজিটাল ঘড়ি বানাও, আর ভারতীয় রেলওয়ের গর্ব বাড়াও ! ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার জিতে নাও।

Digital Clock Contest: ভারতীয় রেলের পক্ষ থেকে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় জিততে পারলে বিজেতা পেয়ে যাবেন নগদ ৫ লক্ষ টাকার পুরস্কার। প্রতিযোগিতা হল নতুন ধরনের ডিজিটাল ঘড়ি (Indian Railway Contest) বানাতে হবে। এটি সর্বসাধারণের জন্য একটি প্রতিযোগিতা যেখানে সমস্ত শ্রেণির মানুষ চাইলেই আবেদন করতে পারেন। মূলত দেশে উদ্ভাবন আর প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রেলের তরফে।
অফিসিয়াল এক্স হ্যান্ডলে রেলওয়ের তরফে এই পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'একটা ডিজিটাল ঘড়ি বানাও, আর ভারতীয় রেলওয়ের গর্ব বাড়াও ! ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার জিতে নাও। এই প্রতিযোগিতার সম্পূর্ণ বিবরণ জানতে আমাদের বিশেষ অফার চেক করো!'
এই ঘোষণা অনুসারে অংশগ্রহণকারীদের তাদের নিজ নিজ ডিজিটাল ঘড়ির ডিজাইন (Indian Railway Contest) নিয়ম মেনে জমা করতে হবে। নির্বাচিত ডিজাইনটি দেশের বিভিন্ন রেল প্ল্যাটফর্মে ব্যবহার করা হবে। কর্তৃপক্ষের অনুমোদন পেলে এই স্বীকৃতি দেওয়া হবে। দেশের সমস্ত নাগরিক, ছাত্র-ছাত্রী, স্টার্টআপ, প্রতিষ্ঠানের জন্য খোলা হয়েছে এই প্রতিযোগিতা। ভারতীয় রেলের নির্ধারিত প্রযুক্তিগত বিবরণ মিলিয়ে ডিজিটাল ঘড়ির ডিজাইন জমা করতে হবে। উদ্ভাবন, ব্যবহারযোগ্যতা, সাশ্রয়ী ইত্যাদি মাপকাঠির উপরে এই ডিজাইনের বিচার করা হবে।
কীভাবে জমা দেবেন ডিজাইন
উচ্চ রেজোলিউশনের ছবি তুলে পাঠাতে হবে (ন্যূনতম ৩০০ ডিপিআই, ২ এমবির থেকে বেশি)। লোগো বা ওয়াটারমার্ক থাকা যাবে না ছবিতে। মেল করতে হবে contest.pr@rb.railnet.gov.in-এ। তবে এই ডিজাইনের কপিরাইট স্বত্ব থাকবে সম্পূর্ণরূপে ভারতীয় রেলের কাছে। ডিজাইনের ছবির সঙ্গে ৩০০ শব্দের একটি সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে ডিজাইনের বিষয়ে, এই ডিজাইন উদ্ভাবনের পিছনের কারণ বা অনুপ্রেরণা বিষয়ে। ১ মে থেকে শুরু হয়েছে আবেদন জমা দেওয়া, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফলে হাতে আর বেশি সময় নেই।
প্রতিযোগিতার নিয়ম
তিনটি ভাগে প্রতিযোগীদের নাম নথিভুক্ত করা হবে - পেশাদার, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া। তিন ক্ষেত্রেই বিজেতা হিসেবে পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা। তবে পেশাদারদের জন্য সান্ত্বনা পুরস্কার পাবেন ৫ জন, ৫০ হাজার টাকা করে। কলেজ পড়ুয়াদের এবং স্কুল পড়ুয়াদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
কী কী সুবিধে
সমস্ত বিজেতাদের (Indian Railway Contest) শংসাপত্র দেওয়া হবে। একজন সঙ্গী সহ বিজেতার জন্য রেলের থ্রি টায়ার এসির টিকিট দেওয়া হবে তাদের ঘর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শহরে আসার জন্য।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















