নয়াদিল্লি: আজ ১৫ সেপ্টেম্বর সন্ধ্যে থেকে Joint Entrance Exam (JEE) Advanced 2021-এর রেজিস্ট্রেশেনর প্রক্রিয়া শুরু হবে।যে পরীক্ষার্থীরা JEE Mains উত্তীর্ণ হয়েছেন, তাঁরা অনলাইনে jeeadv.ac.in-এ জয়েন্ট এন্ট্রান্স এক্জাম অ্যাডভান্সের জন্য আবেদন করতে পারবেন।


অ্যাডভান্স পরীক্ষার জন্য আবেদনকারী সব পরীক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীদের এই পরীক্ষায় বসার জন্য আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের ফি জমা দিতে হবে। JEE Main-পরীক্ষায় উত্তীর্ণ বাছাই করা ২.৫ লক্ষ আবেদনকারীদের (JEE) Advanced 2021 পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে।


১৪ সেপ্টেম্বর মঙ্গলবার JEE Mains পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।এবারের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৪৪জন পরীক্ষার্থীর পার্সেন্টাইল ১০০। শীর্ষ স্থান অধিকার করেছেন ১৮ জন পরীক্ষার্থী।আজ বুধবার সন্ধ্যে থেকে jeeadv.ac.in-এ জয়েন্ট এন্ট্রান্স এক্জাম অ্যাডভান্সের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। শীঘ্রই তাঁদের অ্যাডমিট কার্ড দেওয়ার পর্ব শুরু হবে।


আগামী ৩ অক্টোবর JEE Advanced 2021 পরীক্ষা নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর IIT(Kharagpur)। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষার রেসপন্স শিট প্রকাশ করা হবে ৫ অক্টোবর। পরবর্তীকালে ১০ অক্টোবর পরীক্ষার  অ্যান্সার কি প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের ফিডব্যাক নেওয়ার পর JEE Advanced 2021 ফাইনাল অ্যান্সার কি বা ফল প্রকাশ করা হবে।আগামী ১৫ অক্টোবর এই ফাইনাল ফল প্রকাশিত হবে। যে ছাত্ররা IITতে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চান, তাঁদের আলাদা করে Architecture Aptitude Test (AAT) দিতে হবে।


যেসব পরীক্ষার্থীরা JEE Advanced 2021-এর পরীক্ষা দিতে চান তাঁরা অফিশিয়াল সাইট থেকে সিলেবাস ডাউনলোড করতে পারেন।JEE Advanced-এর সাইট থেকেই পুরোনো বছরের প্রশ্নপত্র ছাড়াও মক টেস্টের বিষয়ে জানতে পারবেন তাঁরা।এখানেই পরীক্ষার্থীরা চাইলেই IIT গত বছরের ওপেনিং ও ক্লোজিং মার্কস সম্পর্কে জানতে পারবেন। 


আরও পড়ুন : North Bengal Medical College Recruitment 2021: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে একাধিক পদে নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


আরও পড়ুন : Medical Jobs West Bengal : কলকাতার এই হাসপাতালে নিয়োগ শুরু, ১৮ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI