JEE Main 2022 Updates: ঘোষণা হয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষার সূচি। এবার দুই পর্বে হবে পরীক্ষা। জেনে নিন, মঙ্গলবার কী বলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।এজিন্সেরি ঘোষণা অনুযায়ী, JEE Mains 2022-এর প্রথম পর্ব ১৬-১৭ এপ্রিল ও দ্বিতীয় পর্ব ২৪ -২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্তত এদিন তেমনই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
JEE Main 2022 : মঙ্গলবার থেকেই এই বছরের JEE Mains 2022 আবেদনের দিন শুরু হয়েছে। প্রথম সেশনের জন্য JEE Mains 2022 আবেদনপত্র পূরণের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২২৷ আবেদনকারীরা JEE Mains 2022-এর বিস্তারিত জানার জন্য এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in - এও দেখতে পারেন।
JEE Main 2022 : জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন-মেইনে থাকবে দুটি পেপার।যার মধ্যে প্রথম পত্রের পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম (BE , B.Tech)-এ ভর্তির জন্য হয়ে থাকে। NITs, IIITs ও অন্যান্য কেন্দ্রীয় কারিগরি প্রতিষ্ঠান ছাড়াও রাজ্য সরকার স্বীকৃত বা পরিচালিত হয় প্রতিষ্ঠানে এই পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। এটি JEE (অ্যাডভান্সড) এর জন্য একটি যোগ্যতা পরীক্ষা, যা IIT-তে ভর্তির জন্য পরিচালিত হয়।
JEE Main 2022 Updates: বাকি B.Arch ও B.Planning কোর্সে ভর্তির জন্য দ্বিতীয় পত্র পরিচালিত হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, JEE Mains 2022 হিন্দি, ইংরেজি, গুজরাতি ছাড়াও অসমিয়া, বাংলা, কন্নড়, মালায়লাম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দুতে অনুষ্ঠিত হবে। JEE-Main 2022-এর আবেদনগুলি আজ, মার্চ ১ থেকে শুরু হয়েছে। প্রথম পর্বের পরীক্ষার জন্য JEE Mains 2022 আবেদনপত্র পূরণের শেষ তারিখ হল ৩১ মার্চ, ২০২২৷ 2021 সালে, শিক্ষার্থীদের স্কোর উন্নত করার সুযোগ জন্য পরীক্ষাটি চারবার পরিচালিত হয়েছিল।
Kolkata Port Jobs: শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে চাকরির সুযোগ, এই পদগুলিতে হবে নিয়োগ
WBPSC Jobs: রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি, এই পদগুলিতে হবে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI