Jawaharlal Neheru University: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সম্প্রতি দুজন আবাসিক ছাত্রকে জরিমানা করেছে। ক্যাম্পাসে এবং হস্টেলের ঘরে বহিরাগতদের নিয়ে আসা, মদ্যপান, হুক্কা খাওয়া এবং আরও অনেক নিয়ম লঙ্ঘনের অপরাধে দু'জনকে একত্রে ১.৭৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে এই জরিমানার টাকা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে এই দুই ছাত্রকে। ৮ জানুয়ারি বিশ্ববদ্যালয়ের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মর্মে।


প্রথম বিজ্ঞপ্তিতে লেখা আছে, সেই দুই ছাত্রের হস্টেলের ঘরে ১২ জন অপরিচিত বহিরাগতকে দেখা গিয়েছে এবং তারা সেই ছাত্রদের অনুপস্থিতিতে ঘরে মদ্যপান করে হস্টেল চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আর এই ঘটনা গুরুতরভাবে হস্টেলের আইনবিরোধী। সেই ছাত্রের উপরে ৮০ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়। একইসঙ্গে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয় বহিরাগতদের ঢুকতে দেওয়ার অপরাধে, মদ্যপানের জন্য ২ হাজার টাকা, ইন্ডাকশন স্টোভ ও হিটার ঘরে রাখার জন্য ৬ হাজার টাকা, হুক্কা খাওয়ার জন্য ২ হাজার টাকা, অশালীন উগ্র আচরণ, হস্টেলকর্মীদের সঙ্গে অভব্য আচরণ ও বিশৃঙ্খলা তৈরি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে সেই দুই ছাত্রের উপরে।


দ্বিতীয় আরেকটি নোটিশে বলা হয়েছে, গত বছর ২২ ডিসেম্বর এবং এই বছর ৫ জানুয়ারি বহু বহিরাগত এই হস্টেলের ঘরে উপস্থিত ছিল। সেখানে মদ্যপানও করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। সেই সময় ওয়ার্ডেন কমিটি ও নিরাপত্তারক্ষীরা ঘর খোলার চেষ্টা করলেও ভিতর থেকে সেই দুই ছাত্রের কেউই ঘর খোলেনি। অন্য আরেকটি ছাত্রকে তাই মোট ৯৯০০০ টাকা জরিমানা করা হয়েছে, এর মধ্যে বহিরাগতকে জায়গা দেওয়ার জন্য ৮৫ হাজার টাকা, মদ্যপানের জন্য ২ হাজার টাকা, হুক্কা খাওয়ার জন্য ২ হাজার টাকা, অশালীন উগ্র ব্যবহারের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


দুটি বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই জরিমানা জমা করতে না পারলে তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হবে। হস্টেল থেকেও তাদের বের করে দেওয়া হতে পারে। যদিও সুতলেজ হস্টেলের প্রাক্তন সভাপতি কুণাল কুমার এই অপরাধের জন্য বিপুল অঙ্কের জরিমানা নেওয়াকে তোলাবাজি বলে অভিহিত করেছেন। তিনি দাবি তুলেছেন, 'যে বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার ফি মাত্র ২০০ টাকা, সেখানে ছাত্রের অপরাধের জন্য দেড় লাখ টাকারও বেশি জরিমানা করা হচ্ছে। এর পিছনে মূল কারণ সেই দুই ছাত্র এবিভিপি সংগঠনকে সমর্থন করে না'। এই বিষয়ে যদিও হস্টেলের ওয়ার্ডেন এখনও কিছু জানাননি।


আরও পড়ুন: Job News: এই সেক্টরগুলিতে ১৭ কোটি চাকরি হবে আগামী ৫ বছরে, কী জানাল সমীক্ষা ?


Education Loan Information:

Calculate Education Loan EMI