Jobs in Rupashree: রাজ্যে রূপশ্রী প্রকল্পে প্রচুর চাকরি, এই জেলায় হবে নিয়োগ
Rupashree Jobs 2022: আগামী ১৮ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন। রাজ্যের এই জেলায় রূপশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। জেনে নিন কারা আবেদনের উপযুক্ত ?
Jobs In North 24 Parganas: রাজ্যের এই জেলায় রূপশ্রী প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে আগামী ১৮ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন।
Rupashree Jobs 2022: উত্তর ২৪ পরগণায় রূপশ্রী প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।DPMU, Rupashree Prakalpa, North 24 Parganas-এর আওতায় ১৯টি পদে হবে এই নিয়োগ।এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে উত্তর ২৪ পরগণার অফিশিয়াল ওয়েবসাইট http://north24parganas.gov.in-এ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।
ACCOUNTANT – 03
Rupashree Jobs 2022: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে অনার্স সহ বাণিজ্যে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীদের। সঙ্গে কম্পিউটারের জ্ঞান (এমএস অফিস/ট্যালি) জানা প্রয়োজন। এই পদের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
DATA ENTRY OPERATOR – 16
Rupashree Jobs 2022: যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে কম্পিউটারে এমএস অফিসে সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক। এখানেই শেষ নয়, চাকরিপ্রার্থীর মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের গতি থাকতে হবে। পাশাপাশি অভিজ্ঞতার ক্ষেত্রে আবেদনকারীর কমপক্ষে সরকারি বা বেসরকারি স্থানে ১ বছরের চাকরির এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে এছাড়াও অবশ্যই উত্তর ২৪ পরগণার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Rupashree Jobs 2022: বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স অবশ্যই ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/STদের জন্য বয়স সীমায় ৫ বছরের ছাড় রয়েছে। একইভাবে এই পদে আবেদনের ক্ষেত্রে OBC-রা ৩ বছরের ছাড় পাবেন।
Jobs In North 24 Parganas: কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতার প্রামাণ্য নথি-সহ আবেদন আগামী ১৮ জানুয়ারির মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে পাঠাতে হবে।একবার আবেদনপত্র জমা হয়ে গেলে সিস্টেম জেনারেটেড স্লিপ পাবেন আবেদনকারীরা। কম্পিউটার স্ক্রিন থেকে সেই স্লিপ ডাউনলোড করে রাখতে হবে। এই স্লিপ আপনার ভবিষ্যতে কাজে লাগবে। এই বিষয়ে আরও বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন আবেদনকারীরা।
Official website of District North 24 Parganas — http://north24parganas.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI