কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দ্বিতীয় সেশনের এক্সাম সিটি স্লিপ প্রকাশ করা হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষার দায়িত্বে রয়েছে। তাদের তরফেই পরীক্ষার এক্সাম সিটি স্লিপ প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। জয়েন্টের মেন ওয়েবসাইট থেকে এই এক্সাম সিটি স্লিপ ডাউনলোড করা যাবে। এই স্লিপের মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে কোথায় কোন শহরে তাদের সিট পড়েছে। তবে এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়নি। এক্সাম সিটি স্লিপের পরেই অ্যাডমিট কার্ড প্রকাশ করার নিয়ম। অর্থাৎ খুব শীঘ্রই অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ন্যাশনালি টেস্টিং এজেন্সি।
অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ
প্রসঙ্গত এন্ট্রান্স পরীক্ষার দ্বিতীয় সেশন শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। এই পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। এর আগে এনটিএ-এর তরফ থেকে জানানো হয়েছিল, পরীক্ষার নির্ধারিত দিনের তিন দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। সেই হিসাবে ২৮ মার্চ অ্যাডমিট কার্ড প্রকাশ করার তারিখ ছিল। তবে আজ এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত শুধু এক্সাম সিটি স্লিপ প্রকাশ করা হয়েছে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হল কি না তা দেখা যাবে জয়েন্ট এন্ট্রান্সের মেন ওয়েবসাইটে।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচী
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দ্বিতীয় সেশনের পরীক্ষাগুলি দুটো পর্বে সম্পন্ন হবে। প্রথম পর্বের পরীক্ষাটি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত হবে। পরবর্তী পরীক্ষাটি বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত হবে। বুধবার বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে এক্সাম সিটি স্লিপ এর কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়াও ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এটি অ্যাডমিট কার্ড নয়। অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম
- অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে
- সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংকের অপশনে গিয়ে ক্লিক করতে হবে
- এরপরে একটি পেজ খুলে যাবে
- নির্দিষ্ট পেজে গিয়ে নিজের প্রয়োজনীয় তথ্য দিতে হবে
- সাবমিট করার পরেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে
- ডাউনলোড করার আগে অবশ্যই অ্যাডমিট কার্ডের নিজের সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে
ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আরও পড়ুন - Mustafa Suleyman: বাবা ট্যাক্সি চালক, গুগলের পর মাইক্রোসফট যোগ দিয়ে নয়া পৃথিবী 'গড়বেন' মুস্তাফা সুলেইমান
Education Loan Information:
Calculate Education Loan EMI