কলকাতা: কলকাতার বোস ইনস্টিটিউটে (Kolkata BOSE Institute Recruitment)বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে এই পদে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। 


Kolkata BOSE Institute Recruitment: প্রজেক্ট অ্যাসোসিয়েট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, মাস্টার ট্রেনার পদে এই নিয়োগ করবে BOSE Institute, Kolkata। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করবে কর্তৃপক্ষ। বায়োটেকনোলজির বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হবে এই সহকারীদের। আর্থ-সামজিক উন্নয়নের জন্যই এই ধরনের প্রজেক্টে নেবে বোস ইনস্টিটিউট।


PROJECT ASSOCIATE-II: 01
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের M.Sc ডিগ্রি থাকতে হবে। সঙ্গে বায়োলজিতে ২ বছরের গবেষণার কাজে অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।


ADMINISTRATIVE ASSISTANT: 01
শিক্ষাগত যোগ্যতা- এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর B.Sc / B.Com ডিগ্রি ছাড়াও অ্যাকাউন্টেন্সির অভিজ্ঞতা থাকতে হবে। সেই ক্ষেত্রে ব্যক্তির কম্পিউটার জ্ঞান ও MS Office সম্পর্কে জানা বাধ্যতামূলক।
বয়স সীমা- আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।


PROJECT ASSISTANT: 02


শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর B.Sc ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা- এই ক্ষেত্রেও চাকরিপ্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।


MASTER TRAINER: 04
শিক্ষাগত যোগ্যতা- ক্লাস ১২ পাশ ছাড়াও ভোকেশনাল ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে চাকরিপ্রার্থীর। এ ছাড়াও হাতে কলমে প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। এই বিষয়ে বিশদে জানতে বোস ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর।


Kolkata BOSE Institute Recruitment: প্রার্থী বাছাই ও আবেদনের পদ্ধতি
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের BOSE Institute, Kolkata — http://www.jcbose.ac.in-এ গিয়ে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রামাণ্য নথি দিয়ে আবেদন করতে হবে। আগামী ২৪ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন। ইন্টারভিউ বা পরীক্ষা হবে ডিসেম্বরে। সেই দিন ও সময়ের বিষয়ে আবেদনকারীদের ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে।   


আরও পড়ুন : Kolkata Port Trust Recruitment: কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরির সুযোগ, এই দিন সরাসরি হবে ইন্টারভিউ


আরও পড়ুন : Data Entry Operator Recruitment : রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটরের পদ খালি, জেনে নিন আবেদনের যোগ্যতা


Education Loan Information:

Calculate Education Loan EMI