মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞানের সাজেশন : বছর ঘুরতেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik 2023) দাঁড়িয়ে রয়েছে দোরগড়ায়। পরীক্ষার্থীদের সঙ্গে ঘুম উড়েছে অভিভাবকদেরও। বুকধুকপুক প্রায় সবার। তবে মাধ্যমিকের বাইশ গজে ম্যান অব দ্য ম্যাচও হওয়া যায়। ভৌতবিজ্ঞানের (Physical Science) ভয় দূরে সরিয়ে পরীক্ষা পুরো সময়ের আগেই শেষ করে প্রাণ ভরে নাম্বারেরও একটা ধারণা নেওয়া যায় বইকি। আজ্ঞে হ্যাঁ, যদি সঙ্গে থাকে এমন একটা লাস্ট মিনিট সাজেশন। কেমন হতে পারে ভৌত বিজ্ঞানের প্রশ্ন, কোন কোন অংশগুলিতে আলোকপাত করলে মিলতে পারে ভাল নম্বর ? মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের সুবিধার্থে পাঠশালা লাইভের মাধ্যমে ভৌতবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আপনার পাশে এবিপি লাইভ। পরীক্ষার্থীদের জন্য যাবতীয় উত্তর নিয়ে সঙ্গে পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের শিক্ষক সোমনাথ গুপ্ত। ভৌত বিজ্ঞানের প্রশ্ন কটি ভাগে ভাগ হতে চলেছে ? কত করে নম্বর রয়েছে ? কোন বিভাগে ঠিক কতগুলো প্রশ্ন ও কত নম্বর রয়েছে ? সাজেশন জেনে নেওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক। প্রথম পর্ব।
প্রশ্নপত্রের ধরণ এবং নম্বর বিভাজন
ভৌতবিজ্ঞানের প্রধানত তিনটি বিভাগ। সাধারণ অংশ, পদার্থবিদ্যা এবং রসায়ন। সাধারণ অংশের মধ্যে ৩ টি অংশ । পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। এক্ষেত্রে পর্যায়ক্রমে ৫,৮ এবং ৪ নম্বর রয়েছে। পদার্থবিদ্যার মধ্যে আবার তিনটি ভাগ। তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ এবং পরমাণুর নিউক্লিয়াস। এই ৪ অংশের প্রতিটি আবার একাধিকভাগে বিভক্ত। এক্ষেত্রে পর্যায়ক্রমে ৫,১২, ১২,৫ নম্বর রয়েছে। রসায়নের মধ্য়ে পর্যায়সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতু বিদ্যা ও জৈব রসায়ন। গ্রুপ এ -তে এমসিকিউ টাইপে ১৫ নম্বর ( এখানে কোনও অতিরিক্ত প্রশ্ন থাকবে না), গ্রুপ বি-তে ২১ নম্বর (ভেরি শর্ট এ কিছু কিছু অপশনাল থাকবে), গ্রুপ সি-তে ১৮ নম্বর এবং গ্রুপ ডি লার্জ অ্যানসারটাইপে ৩৬ নম্বর থাকছে (কিছু কিছু অপশনাল থাকবে)। রেগুলারদের জন্য এখানে মোট ৯০ নম্বর। গ্রুপ ই-তে এক্সটারনাল ক্যানডিডেটদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা।
পরিবেশের জন্য ভাবনা
সম্ভাব্য প্রশ্নগুলি হল, সৌর শক্তির উৎস কী
মিথেন হাইড্রেট কী, এর সঙ্কেত লেখ।
ওজোন স্তরের ক্ষয়ের মূল কারণ কী ?
বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ ও দুটি ফলাফল লেখো। এবং ২ টি নিবারণের উপায় লেখো।
ট্রপোস্পিয়ার ও স্ট্র্যাটোস্পিয়ারের অপরনাম কি , এই নামকরণের কারণ কী ?
মেরুজ্য়োতি ও বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায় ?
গ্যাসের আচরণ
সম্ভাব্য প্রশ্নগুলি হল, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি বনাম সেলসিয়ার্সে উষ্ণতার লেখচিত্র অথবা স্থির উষ্ণতায় পিভি ভার্সস পি, পিভি ভার্সস ভি লেখচিত্র আঁকো।
বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি লেখ।
পরমশূন্য উষ্ণতার ধারণা দাও অথবা পরমশূন্য স্কেল কী ?
বয়েলের সূত্রটি বিবৃত কর। এর ক্ষেত্রে ধ্রুবক রাশিগুলি লেখ।
৩০০ ডিগ্রি C উষ্ণতা এবং ৩০০ K উষ্ণতার মধ্যে কোনটি বড়, তা ব্যাক্ষা করো।
অ্যাভোগাড্র প্রকল্পটি কী , ব্যাক্ষা করো। এর মান কতো ?
গ্যাসের অণুরগুলির গতিশীলতার স্বপক্ষে যুক্তি দাও।
৭৬০ mm Hg চাপে জিরো ডিগ্রি C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন ৩০০ সেমি কিউব। একই চাপে ৫৪৬ ডিগ্রি C ওর আয়তন কী ? একই উষ্ণতায় দ্বিগুণ চাপে উহার আয়তন কত ?
STP তে ৩২ গ্রাম ও টু (O=১৬) এর তাপমাত্রা ২৭ ডিগ্রি C গ্যাসটিকে এমনভাবে এমনভাবে উত্তপ্ত করা হল, যাতে গ্যাসের চাপ দ্বিগুন ও আয়তনও দ্বিগুণ হয়। গ্যাসের অন্তিম উষ্ণতা কত ?
আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা কর। প্রমাণ চাপ ও তাপমাত্রায় কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মান কত ?
রাসায়নিক গণনা
কোনও সাধারণ অ্যালকেনের বাস্পঘনত্ব যদি ৮ হয়, তবে তার সংকেত কী হবে ?
অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড (H 2 SO 4) এর সঙ্গে FeS এর বিক্রিয়ায় STP তে ১১.২ L হাইড্রোজেন সালফাইড (H 2 S) পেতে কী পরিমাণ ফেরাস সালফাইড লাগবে ?
উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টীম চালনা করলে, ২ মোল হাইড্রোজেন গ্যাস ( H 2) গ্যাস উৎপন্ন করতে কত মোল লোহার প্রয়োজন হবে ?
তাপের ঘটনা সমূহ
তামা, পিতল, লোহা, অ্যালুমিনিয়ামের মধ্য়ে তাপ পরিবাহিতা কার বেশি ? তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা ও একক লেখ।
তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝ ? এদের মধ্যে সম্পর্কটি লেখ।
কঠিন পদার্থর প্রসারণগুণাঙ্কের মধ্য়ে ( আলফা, বিটা, গামা) সম্পর্কটি লিখ। ইহাদের একক লেখ, প্রত্যেকটির গাণিতিক রূপ লেখ।
গ্যাসের চাপ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখ। ইহাদের মধ্য়ের সম্পর্কটি লেখ।
কঠিন পদার্থের মধ্য়ে তাপের পরিবহণ , কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, তা বুঝিয়ে লেখ। ইহার সঙ্গে তরল পদার্থের পরিবহণে কী পার্থক্য পরিলক্ষিত হয় ?
তাপীয় রোধ ও তড়িত রোধের মধ্যে সাদৃশ্যতা বুঝিয়ে বলো।
ভৌত বিজ্ঞানের সাজেশনের দ্বিতীয় পর্ব দেওয়া রইল নিচের এই লিঙ্কে
আরও পড়ুন, ভৌত বিজ্ঞানের অঙ্কেও করুন বাজিমাত, রইল মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন
আলো
সম্ভাব্য প্রশ্নগুলি হল, গাড়ির হেড লাইটে কী ধরণের দর্পণ ব্যবহার করা হয় ?
গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী, সম্পর্কটি প্রতিষ্ঠা কর।
প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান যথাক্রমে ৪৫ ডিগ্রি এবং ৯০ ডিগ্রি হলে চ্য়ুতি কোণের মাণ কত হবে ? প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালাটি লেখ। ( ঘন থেকে লঘু এবং লঘু থেকে ঘন মাধ্যম দুই ক্ষেত্রেই)।
কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক , ঐ মাধ্যমের আলোর বেগ এবং তরঙ্গ দৈঘ্যের সঙ্গে কীভাবে সম্পর্ক যুক্ত লেখ।
উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে যদি লেন্স থেকে f এ, f ও ২f এর মধ্যে , ২f এবং ২f এর বাইরে রাখলে প্রতিক্ষেত্রে প্রতিবিম্বের আকার অবস্থান এবং প্রকৃতি কী রুপ হবে ?
গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংজ্ঞা লেখ। এবং লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, মুখ্য এবং গৌণ ফোকাসের সংজ্ঞা লেখ।
স্নেলের সূত্রটি লেখ। কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় ?
প্রতিবিম্ব কাকে বলে, সদ ও অসদ প্রতিবিম্ব মধ্যে পার্থক্য লেখ।
প্রিজমের মধ্য দিয়ে, আলোর প্রতিসরণে চ্যুতি কোণের রাশিমালা নির্নয় করো।
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক ১.৫ হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে ?
বিবর্ধন বলতে কী বোঝো ? বিবর্ধক হিসেবে কোন লেন্স করা হয় ?
দীর্ঘ দৃষ্টি ও হ্রস্ব দৃষ্টি কী ? ত্রুটি নিবারণের উপায় কী ?
সরল ক্যামেরা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ঠ লেখ।
আলোর বিচ্ছুরণ বলতে কী বোঝো ? বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দাও। বর্ণালি কাকে বলে ?
একটি লালফুলকে পরপর রাখা দুটি সবুজ ও লাল কাঁচের মধ্য দিয়ে দেখলে কীরুপ দেখাবে এবং কেন ?
সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গদৈঘ্য ও কম্পাঙ্ক যুক্ত তড়িত চুম্বকীয় তরঙ্গের নাম লেখ। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন ?
কোনও মাধ্যমে আলোর গতি বেগ ১.৫ ইনটু ১০ টু দ্যি পাওয়ার ৮ m/s হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে ?
বায়ু মাধ্যমে কোনও আলোর তরঙ্গ দৈঘ্য, ৬০০০ ডিগ্রি অ্যাংস্ট্রম হলে কত প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে ওই তরঙ্গদৈঘ্য ৪০০০ ডিগ্রি অ্যাংস্ট্রম হবে ?
বায়ু সাপেক্ষে কোনও মাধ্যমে প্রতিসরাঙ্ক রুট ২ হলে , বায়ুতে আলোক রশ্মির আপাতন কোন ৪৫ ডিগ্রি, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে ?
কোনও একটি বস্তু ও উহার প্রতিবিম্বের দৈঘ্য যথাক্রমে ৫ এবং ১০ সেমি, বস্তু দূরত্ব যদি লেন্স থেকে ২ সেমি দূরে হয়, তবে এক্ষেত্রে বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো।
একটি আলোক রশ্মি ৩০ ডিগ্রি কোণ বিশিষ্ট , একটি প্রিজমের একটি তলে, ৬০ ডিগ্রি কোণে আপতিত হলে , রশ্মিটির মোট চ্যুতি ৩০ ডিগ্রি হলে, দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো।
Education Loan Information:
Calculate Education Loan EMI