বিষয়- ইতিহাস
শিক্ষক- সুজিত কুমার সাহু, যোধপুর পার্ক বয়েজ স্কুল
কলকাতা: আর কয়েকটা দিন পরই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা ((Madhyamik Exam 2022)। জীবনের সবথেকে বড় পরীক্ষা। প্রথমবার স্কুলের বাইরে বেরিয়ে বোর্ডের পরীক্ষায় বসবে ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবেই কিছুটা ভয়, স্নায়ুচাপ থেকেই যায়। শেষ মুহূর্তে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ছাত্রছাত্রীরা। কীভাবে পরীক্ষা দিলে ইতিহাসেও অঙ্কের মতো নম্বর পাওয়া যাবে? অনলাইন পড়াশোনার অভ্যাস কাটিয়ে কীভাবেই বা হাতের লেখার গতি বাড়াবে? প্রশ্নের উত্তর লেখার সমস্ত কোন বিষয়গুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে? কীভাবে শেষ মুহূর্তে কোন কোন দিকগুলো ঝালিয়ে নেবে ছাত্রছাত্রীরা, সে সম্পর্কে পরামর্শ দিলেন যোধপুর পার্ক বয়েজ স্কুলের ইতিহাসের শিক্ষক সুজিত কুমার সাহু।
লাস্ট মিনিট সাজেশন-
১. পাঠ্যবইটা সম্পূর্ণ ঝালিয়ে নিতে হবে।
২. পাঠ্যবইতে মূল বিষয়গুলো ধরে ধরে পড়ে ফেলতে হবে।
৩. অবজেকটিভ প্রশ্নের উত্তর লেখার সময় সচেতন থাকতে হবে।
৪. অবজেকটিভ প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রায়শই ছেলেমেয়েরা একটা উত্তর অন্যটার ঘাড়ে চাপিয়ে দেয়। নজরে রাখতে হবে যেন এই ভুল না হয়।
৫. প্রশ্ন তৈরি করে বাড়িতে ঘড়ি ধরে উত্তর লেখার অভ্যাস করতে হবে।
৬. হাতের লেখার গতি বাড়াতে হবে।
৭. স্বভাবিক থাকতে হবে।
৮. খাতা সঠিকভাবে স্টেপল করতে হবে। অনেক সময়ই খাতা স্টেপল করার ভুলের জন্য যিনি খাতা দেখছেন, তিনি দুটো প্রশ্নের নম্বর একসঙ্গে দিয়ে দেন। খাতার মার্জিনের বাইরে যেন স্টেপল করা হয়, সেদিকে নজর রাখতে হবে।
এক নজরে যে যে বিষয়গুলো থেকে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে-
৮ নম্বরের প্রশ্ন আসতে পারে যেগুলো-
১. পাশ্চাত্য শিক্ষার প্রসার।
২. সমাজ সংস্কার ও উনিশ শতকের নবজাগরন- এটাকে নবজাগরণ বলা যায় কিনা অর্থাৎ নবজাগরণের চরিত্র।
৩. নীল বিদ্রোহের কারণ ও ফলাফল।
৪. ছাপাখানার বাণিজ্যিক উদ্যোগ এবং শিক্ষার প্রসারে ছাপাখানার ভূমিকা।
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা।
এগুলোর বাইরে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে-
১. রামমোহন
২. বিদ্যাসাগর
৩. ডিরোজিও
৪. বিবেকানন্দ
৫. রামকৃষ্ণ
৬. সিপাহী বিদ্রোহের চরিত্র
৭. ভারতসভা
৮. বসুবিজ্ঞান মন্দির
৯. সারাভারত বিজ্ঞানসভা
১০. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
১১. কোল বিদ্রোহ
১২. সাঁওতাল বিদ্রোহ
১৩. মুন্ডা বিদ্রোহ
১৪. ওয়াহাবি আন্দোলন
১৫. ফরাসী আন্দোলন
স্নায়ুচাপ কাটানোর উপায়-
মানসিক কাটানোর একটাই উপায়। এটাকে খুব সাধারণ পরীক্ষার মতো করেই নিতে হবে। স্কুলে যেভাবে প্রতিবছর পরীক্ষা দেওয়া হয়, তেমনই মনে করতে হবে। ছাত্রছাত্রীদের সবরকমভাবে সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। তাই নার্ভাস না হয়ে স্বাভাবিকবাবে পরীক্ষা দিতে হবে। নার্ভাস হলেই বিপদ। সিলেবাস কমে গিয়েছে, প্রশ্নও সহজ হবে, হাতের লেখাটা যেন সুন্দর হয়, এই দিকগুলোয় নজর দিতে হবে। কোনও প্রশ্ন যদি একটু জটিলও লাগে, তাহলেও মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। একটা দুটো প্রশ্নের উত্তর লিখতে শুরু করলেই স্বাভাবিক হতে শুরু করবে। ভয় না পেয়ে আনন্দের সঙ্গে পরীক্ষা দিলেই ভালো নম্বর উঠবে।
অনলাইনে পড়াশোনার কারণে কমেছে হাতের লেখার গতি। পরীক্ষার এখনও কটা দিন বাকি। তার আগে হাতের লেখার গতি বাড়ানোর জন্য এখনই থেকেই ঘড়ি ধরে প্রশ্নের উত্তর লেখার অভ্যাস করতে হবে। বাড়িতে বার বার উত্তরগুলো লিখলেই বাড়বে হাতের লেখার গতি। অপ্রাসঙ্গিক বিষয়ে না লিখে টু দ্য পয়েন্ট লিখলে নম্বরও একেবারে অঙ্কের মতো পাবে। বিষয়বস্তু অনুযায়ী লিখলেই হবে।
আরও পড়ুন - Madhyamik Exam 2022: ভয়-ভীতি কাটালেই বাজিমাত, মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে রইল খুঁটিনাটি
লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র। বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI