Job News: এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় ITI উত্তীর্ণদের জন্য বড় সুযোগ, এই পদে নিয়োগ শুরু- ১ লক্ষ পর্যন্ত মিলবে বেতন
Mazagon Dock Shipbuilders Limited Jobs: মূলত তিনটি ধাপে এই মাজগাঁও ডক শিপবিল্ডার্স সংস্থায় প্রার্থী নির্বাচন হবে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে। প্রথমে হবে অনলাইন পরীক্ষা বা কম্পিউটার বেসড পরীক্ষা।

Recruitment News: আপনি যদি দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকেন এবং আইটিআই ডিগ্রিও থাকে আপনার, তাহলে এই সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে আপনার। মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড সংস্থায় ট্রেড অ্যাপ্রেন্টিস (Job News) পদের জন্য নিয়োগ শুরু হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। আগামী ৩০ জুনের মধ্যেই (Recruitment News) করতে হবে আবেদন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট mazagaondock.in –এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
কারা করতে পারবেন আবেদন
এই নিয়োগে কেবলমাত্র সেই প্রার্থীরাই আবেদন করতে পারবেন, যারা কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট অর্জন করেছেন। কারিগরি ক্ষেত্রে কেরিয়ার গড়ার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বিশেষ করে ভারতীয় নৌবাহিনী, জাহাজ নির্মাণ ও উৎপাদন খাতে আগ্রহী তরুণদের জন্য এই নিয়োগের বড় সুযোগ রয়েছে।
বয়সসীমা
মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড সংস্থায় ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২১ বছর হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
কত মিলবে বেতন
নির্বাচিত প্রার্থীরা এই পদ অনুসারে প্রতি মাসে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত পেতে পারেন বেতন। এর সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধেও পাওয়া যাবে সরকারি নিয়মে।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
মূলত তিনটি ধাপে এই মাজগাঁও ডক শিপবিল্ডার্স সংস্থায় প্রার্থী নির্বাচন হবে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে। প্রথমে হবে অনলাইন পরীক্ষা বা কম্পিউটার বেসড পরীক্ষা। দ্বিতীয় ধাপে রয়েছে নথি যাচাই এবং সর্বোপরি প্রার্থীদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে, তারপর মেডিকেল পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।
কীভাবে করবেন আবেদন
প্রথম ধাপে mazgaondock.in ওয়েবসাইটে গিয়ে হোমপেজে Recruitment ট্যাবে ক্লিক করতে হবে।
তারপরে Mazagon Dock Shipbuilders Limited Bharti 2024 ট্যাবে ক্লিক করতে হবে।
এরপরে আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য বসিয়ে ছবি, স্বাক্ষর, দশম শ্রেণির মার্কশিট, আইটিআই সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে।
সবশেষে এই ফর্ম জমা দিয়ে এর একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















