NDMA Job: ভারতের কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রক তথা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ চলছে। গ্রুপ এ বিভাগে হবে এই নিয়োগ, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকলে সহজেই আবেদন করতে পারবেন আপনিও। শূন্যপদ কতগুলি, কীভাবেই বা আবেদন (NDMA Job) করবেন দেখে নিন সবিস্তারে।
শূন্যপদ
এনডিএমএ-তে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইসার পদে লোক নেওয়া হচ্ছে। মূলত গ্রুপ এ বিভাগে কমিউনিকেশনস দফতরে কাজ। শূন্যপদ মাত্র ১টি। এই নিয়োগ যদিও স্থায়ী নয়, ডেপুটেশনের ভিত্তিতে নির্বাচিত প্রার্থী কাজ করবেন।
বয়সসীমা
এই পদে আবেদনের (NDMA Job) জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। তবে অবশ্যই এই আবেদনের সময়সীমার শেষদিনের মধ্যেই ঐ বয়স হতে হবে আবেদনকারীর।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা টেলিকমিউনিকেশনস বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।
কাজের অভিজ্ঞতা
ডিফেন্স ফোর্স, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন বা টেলিকমিউনিকেশন বিভাগে আগে থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার প্রার্থীর, তবে এই কাজ মূলত কমিউনিকেশন নেটওয়ার্কের উপরেই অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। তাছাড়া প্যারেন্ট ক্যাডারে কিংবা বিভাগে প্রার্থীকে কর্মরত থাকতে হবে। রেগুলার বেসিসে কাজের অভিজ্ঞতা থাকা দরকার। লেভেল ৯-এর বেতনক্রমে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন করা দরকার প্রার্থীদের।
কাজের মেয়াদ
ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ (NDMA Job) হবে এই পদে। তবে এই ডেপুটেশনে আগে প্যারেন্ট ক্যাডারে কাজ করে থাকলে সব মিলিয়ে এই মেয়াদ যাতে কখনও ৫ বছর অতিক্রম না করে, তবেই প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই ডেপুটেশনের নিয়ম-কানুন সময়ে সময়ে বদলায়, এর জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখতে হবে।
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইসার (কমিউনিকেশনস) পদে কাজের জন্য লেভেল ১১ অনুসারে বেতন পাবেন। অর্থাৎ প্রার্থীর বেতন ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা হবে।
কীভাবে আবেদন
NDMA-র ওয়েবইসাইটে যে আবেদনের (NDMA Job) প্রোফর্মা আছে সেটি বিশদে পূরণ করে সমস্ত নথি সহ নির্দিষ্ট উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ দিন
জানুয়ারি মাসের ২৬ তারিখ এই আবেদন্দের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তারপর থেকে ৬০ দিন অর্থাৎ দু মাসের মধ্যে এই পদে আবেদনপত্র পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। অর্থাৎ ২৬ মার্চের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।
আরও পড়ুন: SECL Recruitment 2024: পরীক্ষা ছাড়াই SECL-এ ১৪২৫ পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI