কলকাতা: সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে  (SECL recruitment 2024) শুরু হল নিয়োগ। মোট ১৪২৫ টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। এই নিয়ে সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে ওই সাইটে গিয়েই আবদন করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের। অনলাইন মোডে আবেদনের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। 


আবেদনের তারিখ - ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। নথি যাচাইয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। এই যাচাই প্রক্রিয়া শুরু হবে ১৫ মার্চ থেকে। 


এসইসিএল-এ কোন পদে কতজন নিয়োগ


সব মিলিয়ে ১৪২৫টি পদে আবেদন করা যাবে।



  • ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন স্নাতক - ৩০

  • সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক - ৩০

  • মেকানিকাল ইঞ্জিনিয়ারিং স্নাতক - ৫০

  • ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং স্নাতক - ৫০

  • মাইনিং ইঞ্জিনিয়ারিং স্নাতক - ২০০

  • সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিকাল অ্যাপ্রেন্টিস  - ৫০

  • ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং টেকনিকাল অ্যাপ্রেন্টিস - ৭৫

  • মেকানিকাল ইঞ্জিনিয়ারিং টেকনিকাল অ্যাপ্রেন্টিস - ৫০

  • মাইনিং ইঞ্জিনিয়ারিং/মাইনিং ও মাইন সার্ভেয়িং টেকনিকাল অ্যাপ্রেন্টিস - ৯০০


কীভাবে আবেদন (SECL recruitment 2024 How to apply)



  • প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • সেখানে হোমপেজে এসইসিএল রিক্রুটমেন্ট ২০২৪-এর লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করতে হবে।

  • এর পর নিজের তথ্য আপলোড করতে হবে।

  •  এর পর ফর্মটি সাবমিট করতে হবে।

  • পরের পেজে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে।

  • ওই ফর্মটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।


যোগ্যতা (Eligibility)


আগ্রহী চাকরি প্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের সম্পূর্ণ স্নাতক কোর্স করা থাকতে হবে। অথবা গ্র্য়াজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে। অথবা নির্দিষ্ট বিভাগে ৩ বছরের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। অথবা ভারত সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সমতুল্য কোর্স করা থাকতে হবে। বিশদে জানতে সংস্থার মূল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি পড়তে হবে।


বয়স 


২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে ১৮ বছর বয়স পূর্ণ হতে হবে। (আপনার বয়স জানুন এখানে)। শ্রেণি অনুযায়ী, বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে সেটি বিস্তারিত দেখে নিতে হবে।


নির্বাচন প্রক্রিয়া


কোর্স পাশ করার তারিখ দেখে প্রাথমিক বাছাই প্রক্রিয়া হবে। যারা আগে পাশ করেছেন, তারা বেশি গুরুত্ব পাবেন। কোনওক্ষেত্রে একই বিভাগে টাই হয়ে গেলে টাই ব্রেক করা হবে। এই ক্ষেত্রে ক্লাস টেন ও টুয়েলভের নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর পর জন্মতারিখকে অগ্রাধিকার দেওয়া হবে। 


ডিসক্লেইমার: পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন। শুভেচ্ছা।


আরও পড়ুন - AIESL Recruitment 2024: টেকনিশিয়ান পদে নিয়োগ AIESL-এর, কীভাবে কবে পর্যন্ত আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI