NHAI Recruitment: ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় কাজের সুযোগ। উচ্চপদে নিয়োগ করা হবে মোট ৫ জন কর্মীকে। বেতন পাবেন মাসে ২ লাখ টাকারও বেশি। যে কোনও সংস্থায় এর আগে কাজের অভিজ্ঞতা থাকলেই চলবে, তবে আইন নিয়ে ডিগ্রি থাকলে তবেই করা যাবে আবেদন (NHAI Recruitment)। এটি কোনও স্থায়ী সরকারি চাকরি (Govt. Job News) নয়, ডেপুটেশনের ভিত্তিতে হবে এই নিয়োগ। কারা যোগ্য ? কীভাবেই বা আবেদন করবেন দেখে নিন।
শূন্যপদ
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকে ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে চিফ জেনারেল ম্যানেজার (লিগাল), জেনারেল ম্যানেজার (ফিনান্স), জেনারেল ম্যানেজার (ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড এস্টেট ম্যানেজমেন্ট), হিন্দি ট্রান্সলেটর এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এই কয়েকটি পদে করা হবে নিয়োগ। প্রতিটি পদের জন্য ১টি করেই চাকরি রয়েছে।
বয়সের মাপকাঠি
NHAI সংস্থায় উপরিলিখিত পদগুলির জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।
কাজের মেয়াদ
এটি কোনও স্থায়ী সরকারি চাকরি নয়, আগেই বলা হয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে করা হবে এই নিয়োগ। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে কাজে নেওয়া হবে আগ্রহী ও নির্বাচিত প্রার্থীদের। তারপর সংস্থার চেয়ারম্যানের অনুমতিক্রমে এই মেয়াদ আরও ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
কী যোগ্যতা লাগবে
প্রাথমিকভাবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকতে হবে প্রার্থীর। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কাজের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।
এই পদে কাজ করার জন্য প্রার্থীকে ১৭ বছর কোনও সংস্থায় গ্রুপ এ পে-স্কেলে কাজ করে থাকতে হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী তাঁর বেতন থাকতে হবে দেড় লক্ষ টাকা থেকে ৩ লক্ষ ৯১ হাজার টাকার মধ্যে। জেনারেল ম্যানেজার পদের জন্য ১৪ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।
বেতন কী হবে
চিফ জেনারেল ম্যানেজার (লিগাল) পদে নির্বাচিত হলে আপনার বেসিক স্যালারি শুরু হবে ৩৭ হাজার ৪০০ টাকা থেকে। জেনারেল ম্যানেজার (ফিনান্স)-এর বেতন শুরু হবে ১ লাখ ২৩ হাজার থেকে, সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত। অন্যদিকে হিন্দি ট্রান্সলেটরের বেতন শুরু হবে ৪৭,৬০০ টাকা থেকে।
কোথায় হবে কাজের পোস্টিং
ভারতের যে কোনও জায়গায় পোস্টিং হতে পারে এই সংস্থায় উল্লিখিত পদে নির্বাচিত হলে।
গুরুত্বপূর্ণ তারিখ
২১ জুন থেকে এই সংস্থায় কাজের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
২২ জুলাই বিকেল ৬টা পর্যন্ত চলবে এই আবেদনের প্রক্রিয়া।
আগামী ২০ অগস্টের মধ্যে অনলাইন আবেদনের প্রিন্ট আউট সমস্ত নথিসহ জমা দিতে হবে প্রার্থীকে।
আরও পড়ুন: NEET-UG Counselling: অনির্দিষ্ট কালের জন্য পিছোল NEET-UG কাউন্সেলিং, আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল
Education Loan Information:
Calculate Education Loan EMI