নয়াদিল্লি: NEET 2021-এর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার ফল প্রকাশিত। ছাত্রদের কাছে এই ফল ইমেলের মাধ্যমে পাঠাচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সম্প্রতি NEET -এর পরীক্ষা নিয়ে বম্বে হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।এরপরই এই রেজাল্ট প্রকাশ করল NTA। পরীক্ষার্থীরা ফাইনাল অ্যান্সার কি ছাড়াও তাদের রেজাল্ট NTA NEET-এর অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in -এ গিয়ে দেখতে পারবেন।
এর আগে স্নাতক স্তরে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার ফলপ্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই ফল প্রকাশের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। বম্বে হাইকোর্টের ফলপ্রকাশ স্থগিতের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিট স্নাতক ২০২১ স্তরের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এর আগে বম্বে হাইকোর্ট ফলাফল প্রকাশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিল। দুই আন্ডার-গ্র্যাজুয়েট মেডিক্যাল প্রার্থীর পরীক্ষা আবার গ্রহণের জন্য এনটিএ-কে ফলপ্রকাশ স্থগিত রাখতে বলেছিল বম্বে হাইকোর্ট।
How To Check NEET Result: কীভাবে ফল দেখবেন ? - ১ প্রথমে রেজাল্ট দেখতে অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যান।
২ এবার এখানে NEET রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
৩ শেষে NEET-এর রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে লগ ইন করুন।
৪ এখানে নিজের রেজাল্ট স্ক্রিনে দেখতে পারবেন।
How To Contact NTA : কীভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন?
ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হলে তাদের ইমেল নম্বর দেওয়া হয়েছে। সেখানেই যোগাযোগ করে সমস্যার বিষয়ে জানাতে পারবেন পরীক্ষার্থী। Email-- neet@nta.ac.in
এছাড়াও দেওয়া হয়েছে ফোন নম্বরের ব্যবস্থা। NTA phone number-- 011-69227700, 011-40759000
Education Loan Information:
Calculate Education Loan EMI