RRB Recruitment 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নতুন নিয়োগ করতে চলেছে। প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও। প্যারা-মেডিক্যালের (Para Medical) বিভিন্ন ক্যাটাগরিতে যুক্ত করা হবে যোগ্য প্রার্থীদের। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁরা আরআরবি- র রিজিওনাল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন অনলাইনে। এই নিয়োগের মাধ্যমে ১৩৭৬টি শূন্যপদ পূরণ করা হবে বলে জানা গিয়েছে। গত ১৭ অগস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই প্রক্রিয়া চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। 


এই আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তারিখ 



  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। 

  • সংশোধনের উইন্ডো ১৭ থেকে ২৬ সেপ্টেবম্বর পর্যন্ত চালু থাকব। 


কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে 



  • ডায়েটিশিয়ান- ৫

  • নার্সিং সুপারইনটেনডেন্ট- ৭১৩ 

  • অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট- ৪ 

  • ক্লিনিকাল সাইকোলজিস্ট- ৭ 

  • ডেন্টাল হাইজিনিস- ৩ 

  • ডায়লাসিস টেকনিশিয়ান- ২০ 

  • হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টার গ্রেড থ্রি- ১২৬ 

  • ল্যাবরেটরি সুপারইনটেনডেন্ট- ২৭ 

  • Perfusionist- ২ 

  • ফিজিওথেরাপিস্ট গ্রেড ২- ২০ 

  • অকুপেশনাল থেরাপিস্ট- ২

  • Cath ল্যাবরেটরি টেকনিশিয়ান- ২ 

  • ফার্মাসিস্ট (এন্ট্রি গ্রেড)- ২৪৬ 

  • রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান- ৬৪ 

  • স্পিচ থেরাপিস্ট- ১ 

  • কার্ডিয়াক টেকনিশিয়ান- ৪ 

  • Optometrist- ৪ 

  • ইসিজি টেকনিশিয়া- ১৩ 

  • ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট গ্রেড ২- ৯৪ 

  • ফিল্ড ওয়ার্কার- ১১৯ 


যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 


আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি- র মাধ্যমে। এই পরীক্ষার পর মেধাতালিকা তৈরি হবে আবেদনকারীদের মেধার ভিত্তিতেই। মাল্টিপল চয়েজ এমসিকিউ প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। একটা ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ নম্বর কাটা যাবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন। যাঁদের নাম ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বেছে নেওয়া হবে তাঁদের নাম আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইট, এসএমএস, ইমেল- এইসব মাধ্যমে আবেদনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 


অ্যাপ্লিকেশন ফি 


সংরক্ষিত শ্রেণির আবেদনকারী যাঁরা নন তাঁদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামীদের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড, ইউপিআই- এর মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। 


আরও পড়ুন- ছোটবেলাতেই বাবাকে হারান, সেই থেকেই পড়ানো শুরু- কীভাবে এত জনপ্রিয় শিক্ষিকা হয়ে উঠলেন নীতু ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI