RRB Technician Recruitment 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। আরআরবি রিক্রুটমেন্ট ২০২৪- এর রেজিস্ট্রেশন উইন্ডো আজ ২ অক্টোবর পুনরায় খোলা হয়েছে। যাঁরা আবেদন করতে চান তাঁরা এখন আবেদন করতে পারবেন টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য। আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in - এখানে গিয়ে আবেদন করার ডিরেক্ট লিঙ্ক পাওয়া যাবে। আরআরবি- র এই নিয়োগের মাধ্যমে ১৪,২৯৮ শূন্যপদ পূরণ করা হবে। আগে শূন্যপদ ছিল ৯১৪৪, পরে তা বেড়ে হয় ১৪,২৯৮। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এরপর মডিফিকেশন উইন্ডো খুলবে ১৭ অক্টোবর এবং বন্ধ হবে ২১ অক্টোবর। আবেদনকারীরা অ্যাপ্লিকেশনে পরিবর্তন করতে পারবেন টাকার বিনিময়ে। ২৫০ টাকা লাগবে প্রতিটি মডিফিকেশনের জন্য।                                           


কীভাবে আবেদন করা যাবে, দেখে নিন সহজ কিছু পদ্ধতি                                                   



  • প্রথমে আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in - এখানে যেতে হবে আবেদনকারীদের। 

  • এরপর অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে নিজেকে রেজিস্টার করতে হবে। 

  • রেজিস্টার করা হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে। 

  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তারপর দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 

  • পেমেন্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং কনফার্মেশন ডাউনলোড করে নিতে হবে। 

  • ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, তার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের একটা হার্ড কপি রেখে দিন নিজের কাছে। 


এর আগের রেজিস্ট্রেশন উইন্ডোর মাধ্যমে যাঁরা আবেদন করেছিলেন, তাঁরাও অ্যাপ্লিকেশন ফর্মে পরিবর্তনের সুযোগ পাবেন।                                


আরও পড়ুন- সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI