SCI Job News: ভারতের শিপিং কর্পোরেশনে চাকরির সুযোগ। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে এই চাকরিটি একটি বিকল্প ব্যবস্থা হতে পারে। স্থায়ী পদে নিয়োগ হবে না, অস্থায়ী পদেই কর্মী নিয়োগ করবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। আকর্ষণীয় বেতন থাকছে এই পদের জন্য। কীভাবে আবেদন করবেন ? কী যোগ্যতা লাগবে আর শূন্যপদই বা কতগুলো ? জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে হিন্দি অফিসার পদে নিয়োগ হবে। এক্ষেত্রে মাত্র একটি শূন্যপদেই নিয়োগের কথা জানান হয়েছে বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা
শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে আবেদনের জন্য এই যোগ্যতা থাকা দরকার আগ্রহী প্রার্থীদের।
প্রথমত, আগ্রহী প্রার্থীকে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে এবং তাঁর পাঠক্রমে ইংরেজি থাকতে হবে ঐচ্ছিক বিষয় হিসেবে।
দ্বিতীয়ত, আগের যোগ্যতার ঠিক উল্টোটা হলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থী। এক্ষেত্রে কোনও প্রার্থী যদি ইংরেজিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হন এবং হিন্দি থাকে ঐচ্ছিক বিষয় হিসেবে সেক্ষেত্রেও তিনি আবেদন করতে পারবেন।
তাছাড়া হিন্দি ও ইংরেজি বাদেও অন্যান্য কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই এই পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। হিন্দি মাধ্যমে পড়াশোনা থাকতে হবে এবং ইংরেজি থাকতে হবে ঐচ্ছিক বিষয় হিসেবে।
কাজের অভিজ্ঞতা
ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের কাজের সঙ্গে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীর। তাছাড়া কোনও বিশ্ববিদ্যালয়ে হিন্দি বা ইংরেজি বিষয়ে শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা থাকলেও প্রার্থী কাজের জন্য আবেদন করতে পারবেন।
বেতন
এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগ। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৮৬,৩০০ টাকা বেতন পাবেন। এছাড়া আর কোনও পার্কস বা অ্যালাউয়েন্স নেই।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে।
কীভাবে হবে নির্বাচন
প্রাথমিকভাবে এই পদে আবেদনকারীদের বয়স শিক্ষাগত যোগ্যতা বিচার করে একটি তালিকা করা হবে। তারপর তাঁদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ব্যক্তিগত ইন্টারভিউর বিষয়ে সমস্ত তথ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন
নির্ধারিত ই-মেল আইডিতে আগ্রহী প্রার্থীরা নিজেদের আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথিযুক্ত করে মেল পাঠাবেন। এই মেল পাঠানোর শেষ দিন আগামী ৮ এপ্রিল ২০২৪।
Education Loan Information:
Calculate Education Loan EMI