কলকাতা: এসএসসি সিএইচএসএল পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ থেকে। কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেলের এই পরীক্ষার মাধ্যমে ৫০০০ নিয়োগ করা হবে গ্রুপ সি পদে। বিভিন্ন ধরনের পদে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। SSC CHSL রিক্রুটমেন্ট ২০২৪ প্রক্রিয়া লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য করা হবে। বিস্তারিত পদের তালিকা সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে।


এসএসসি সিএইচএসএল ২০২৪ (SSC CHSL 2024) আবেদনের তারিখ ২ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত


এসএসসি সিএইচএসএল ২০২৪ পরীক্ষার ধরন (SSC CHSL 2024 Exam Type)


এসএসসি সিএইচএসএল ২০২৪ পরীক্ষাটি টায়ার ১ ও টায়ার ২ এই দুই পর্যায়ে হয়। দুই পর্যায়ে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। টায়ার ১ পরীক্ষার জন্য ১ ঘন্টায় ১০০ প্রশ্নের উত্তর দিতে হবে। যাতে ২০০ মার্কস থাকবে। টায়ার ২ পরীক্ষার সেশন ওয়ানের জন্য ২ ঘন্টা ১৫ মিনিট বরাদ্দ। এর সেশন টু-র দুটো পার্ট। একটি ডেটা এন্ট্রি অপারটরের জন্য ১৫ মিনিটের স্কিল টেস্ট। অন্যটি লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্টের জন্যট টাইপিং টেস্ট ১০ মিনিটের।


এসএসসি সিএইচএসএল ২০২৪  পরীক্ষার জন্য কীভাবে আবেদন (SSC CHSL 2024 Application Process) ?



  • প্রথমে এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে।

  • এর পর এসএসসি সিএইচএসএল ২০২৪ লিঙ্কে ক্লিক করতে হবে।

  • এর পর এসএসসি সিএইচএসএল ২০২৪ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে।

  • নিজের স্ক্যানড ফটো ও সই আপলোড করতে হবে।

  • পরের ধাপে এসএসসি সিএইচএসএল ২০২৪ পরীক্ষার জন্য নির্দিষ্ট আবেদনের খরচ পেমেন্ট করতে হবে।

  • এর পর সাবমিট করলে একটি কনফারমেশন পেজ আসবে।

  • সেই পেজের প্রিন্ট নিয়ে নিতে হবে।


এসএসসি সিএইচএসএল ২০২৪ আবেদনের খরচ (SSC CHSL 2024 Application Fees)


আবেদনের খরচ ১০০ টাকা। মহিলা, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান হলে আবেদনের জন্য খরচ দিতে হবে না।


এসএসসি সিএইচএসএল ২০২৪ আবেদনের বয়স (SSC CHSL 2024 Age Limit)


১৮ থেকে ২৭ বছরের মধ্যে যে কেউ এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে এসসি, এসটি-দের জন্য ৫ বছর, ওবিসিদের জন্য ৩ বছর ও আরও বেশ কয়েকটি ক্যাটেগরির জন্য নির্দিষ্ট ছাড় থাকছে। এই ছাড় কমিশনের ওয়েবসাইট থেকে বিশদে জানা যাবে।


ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন - CTET 2024: জুলাইয়ে CTET, আবেদনের শেষ তারিখ কবে? কীভাবেই বা আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI