Staff Selection Commission: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে আজই বন্ধ হয়ে যাবে এসএসসি জিডি পরীক্ষার আবেদনপত্র সংশোধনের (SSC GD 2025) উইন্ডো। এসএসসি জিডি ২০২৫ পরীক্ষার আবেদন করে থাকলে আজ ৭ নভেম্বরেই শেষবার এর আবেদনপত্র সংশোধন করা যাবে। বিগত ৫ নভেম্বর এই সংশোধনের উইন্ডো খুলে দিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। প্রার্থীরা চাইলে তাদের আকাঙ্ক্ষিত পদ পরিবর্তন করতে পারেন। সিএপিএফ এবং এসএসএফে কনস্টেবল, অসম রাইফেলসে রাইফেলম্যান এবং নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোতে সেপাইয়ের পদের জন্য করা হবে এই নিয়োগ। আর এই সংশোধনের জন্য প্রার্থীকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার আগেই। আজ ৭ নভেম্বর রাত্রি ১১টা পর্যন্ত করা যাবে এই আবেদন।


যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই এই পরীক্ষার জন্য আবেদন করে ফেলেছেন তারা এই সংশোধন করতে পারবেন। আজকের পর আর কোনো সংশোধন করা যাবে না। ইমেল, ডাক কিংবা অন্য কোনো মাধ্যমে কোনো আবেদনই গৃহীত হবে না। এমনটাই জানিয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি।


কীভাবে করবেন সংশোধন


প্রথমেই আপনাকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এ যেতে হবে।


আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।


অ্যাপ্লিকেশন ফর্ম এরপরেই আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং সমস্ত তথ্য আরও একবার যাচাই করে নিতে পারবেন।


আপনার প্রয়োজনমত কিছু বদল করতে পারেন এবং সেই সংশোধিত আবেদনপত্র পুনরায় সাবমিট করতে পারেন।


এরপরে একটি কনফারমেশন পেজ আসবে তা ডাউনলোড করে নিতে হবে, আর ভবিষ্যতের জন্য এই পেজের একটি হার্ডকপি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।


আর কিছুদিনের মধ্যেই এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টায়ার ১ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। বিগত ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল এই পরীক্ষাগুলি।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: CBSE: পড়ুয়াদের ভর্তি নিলেও ক্লাস হত না, মানা হত না নিয়ম; ২১ স্কুলের অনুমোদন বাতিল


Education Loan Information:

Calculate Education Loan EMI