Success Story: হতাশা কখনই বিকল্প নয়, কেরিয়ারে এগোনোর কোন মন্ত্র পড়তে বলছেন এডুকেটর দেবলীনা নাগ ভৌমিক?

Success Tips: বাবা মায়ের একমাত্র সন্তান। বেড়ে ওঠা জলপাইগুড়িতে। ইংরেজিতে স্নাতকোত্তর। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মনে ছিল গতে বাধা জীবনের বাইরে গিয়ে কিছু করা।

কলকাতা: ধাপে ধাপে বদলেছেন পেশা। কখনও করেছেন শিক্ষকতা কখনও আবার প্রশাসনিক পদে। তাই তিনি মনে প্রাণে বিশ্বাস করেন, ভেঙে পড়ার কোনও অবকাশ নেই। বারবার ব্যর্থ হলেও বেছে নিতে হবে প্ল্যান। বিকল্প

Related Articles