নয়াদিল্লি:  প্রকাশিত হল ২০২১ সালের সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষার ফল। upsc.gov.in থেকে পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন চাকরিপ্রার্থীরা। IAS Prelims ছাড়াও একই সঙ্গে UPSC Indian Forest Services-এর ফল প্রকাশিত হওয়ার কথা।


UPSC Prelims Result 2021: একবার এই প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ২০২১ সালের মেন পরীক্ষায় বসতে পারবেন চাকরিপ্রার্থীরা। ২০২২ সালের ৭ জানুয়ারি হবে এই মেন পরীক্ষা। গত ১০ অক্টোবর ২০২১ সালে UPSC Prelims পরীক্ষা নেওয়া হয়। ট্রেন্ড অনুযায়ী ২১ দিনের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা।


UPSC Prelims Result 2021: কীভাবে দেখা যাবে ফল ?


প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
হোম পেজেই প্রিলিমসে উত্তীর্ণ প্রার্থীদের নাম দেওয়া থাকবে।
শেষ লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবেন রেজাল্ট।
এবারের UPSC ২০২১ পরীক্ষার মাধ্যমে সব মিলিয়ে ৭১২টি পদে নিয়োগ করা হবে।







 






Education Loan Information:

Calculate Education Loan EMI