নয়াদিল্লি: আজ ১৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলির অ্যাডমিট কার্ড(UPSC Civil Services Prelims Admit Card 2021)। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ১০ অক্টোবর পর্যন্ত upsc-র সাইটে পাওয়া যাবে এই হল টিকিট। 


আগামী ১০ অক্টোবর UPSC Civil Services Prelims পরীক্ষা হতে চলেছে। সারা ভারতে বিভিন্ন জায়গায় পরীক্ষার কেন্দ্র আগে থেকেই ঠিক করে রেখেছে বোর্ড।এ ক্ষেত্রে প্রিলিম পরীক্ষায় বসার জন্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আবশ্যিক। কীভাবে সহজে এই হল টিকিট পাবেন নিচে দেখে নিন সেই পদ্ধতি।


UPSC Civil Services Prelims Admit Card 2021: How to download


প্রথমে UPSC-এর অফিশিয়াল সাইট upsc.gov.in-এ যান।
হোম পেজে এবার অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন।
এখানে আপনার সামনে একটা নতুন পেজ খুলে যাবে। যেখানে অ্যাডমিট কার্ডের upsc লিঙ্কে ক্লিক করুন।
এই পর্যায়ে এসে আপনি UPSC Civil Services Prelims Admit Card 2021-এর লিঙ্ক পাবেন।
এই লিঙ্কে ক্লিক করার পর পরীক্ষার্থীদের তাদের লগ ইনের বিবরণ দিতে হবে।
এবার নিজের অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পারবেন আপনি।
এখান থেকে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
অবশ্যই নিজের কাছে এর একটা প্রিন্ট আউট বা হার্ড কপি রাখুন।


পুরোনো সূচি অনুযায়ী, UPSC Civil Services Prelims-এর পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২৭ জুন। যদিও কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে তা পিছিয়ে দিতে হয় বোর্ডকে। এদিন অ্যাডমিট কার্ড প্রকাশের পরই পরীক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছে নিয়াময়ক কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, পরীক্ষা শুরুর তিন সপ্তাহ আগে কোনও ধরনের অ্যাডমিট কার্ড বা পরীক্ষার্থী হওয়ার প্রমাণ প্রার্থী না জোগাড় করতে পারলে অবশ্যই যেন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। 


আরও পড়ুন : JEE Advanced 2021-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু, ২০ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ


আরও পড়ুন : North Bengal Medical College Recruitment 2021: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে একাধিক পদে নিয়োগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


আরও পড়ুন : Railway Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে রেল, ১০ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন


আরও পড়ুন : BHEL Recruitment 2021 : কলকাতায় ভারত ইলেকট্রিক্যালসে চাকরির সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI