UPSC Toppers List: ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ্যে এল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছে এই ফলাফল। সামগ্রিকভাবে ১০১৬ জন পরীক্ষার্থী এবারের ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের সুযোগ পাবেন। পার্সোনালিটি টেস্ট দিয়েছেন যে সমস্ত পরীক্ষার্থীরা, তাঁরা ওয়েবসাইট থেকেই নিজেদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবেন। এই বছর ইউপিএসসি পরীক্ষায় (UPSC Civil Services Results 2023) প্রথম স্থান অর্জন করেছেন আদিত্য শ্রীবাস্তব, দ্বিতীয় হয়েছেন অনিমেষ প্রধান এবং তৃতীয় স্থানে আছেন দোনোরু অনন্যা রেড্ডি।
ইউপিএসি পরীক্ষায় সফল প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রকাশ করেছে কমিশন। প্রভিশনাল অবস্থায় রয়েছেন ৩৫৫ জন পরীক্ষার্থীদের নাম।
দেখে নিন এবারের ইউপিএসসি পরীক্ষায় প্রথম কুড়িজনের নাম
১) আদিত্য শ্রীবাস্তব
২) অনিমেষ প্রধান
৩) দোনোরু অনন্যা রেড্ডি
৪) পিকে সিদ্ধার্থ রামকুমার
৫) রুহানি
৬) সৃষ্টি দাবাস
৭) আনমোল রাঠোর
৮) আশিস কুমার
৯) নৌশীন
১০) ঐশ্বর্যম প্রজাপতি
১১) কুশ মোতওয়ানি
১২) অনিকেত শান্ডিল্য
১৩) মেধা আনন্দ
১৪) শৌর্য অরোরা
১৫) কুনাল রাস্তোগি
১৬) অয়ন জৈন
১৭) স্বাতী শর্মা
১৮) ওয়ার্ধা খান
১৯) শিবম কুমার
২০) আকাশ বর্মা
এই মেধা তালিকা তৈরি হয়েছে মূলত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে হওয়া ইউপিএসসির (UPSC Civil Services Results 2023) লিখিত পরীক্ষা এবং ২০২৪-এর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হওয়া পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর নম্বরের উপর ভিত্তি করে। এই তালিকায় থাকা প্রার্থীরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেইন সার্ভিস (IFS), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ এ ও গ্রুপ বি এই সমস্ত পদাধিকারী হিসেবে নিযুক্ত হবেন।
ইউপিএসসির মেনস পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। দুটি শিফটে ভাগ করে হয়েছিল এই পরীক্ষা। প্রতি শিফট ছিল তিন ঘন্টার। একটি শিফট হয়েছিল সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আর পরের শিফটের পরীক্ষা হয়েছিল ২টো থেকে ৫টা পর্যন্ত।
ইউপিএসসি মেধা তালিকায় নাম দেখবেন কীভাবে ?
- প্রথমেই আপনাকে যেতে হবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ।
- হোমপেজে গেলেই রেজাল্টের লিঙ্ক দেখতে পাবেন।
- সেই লিঙ্কে ক্লিক করলেই একটা নতুন ট্যাবে পিডিএফ ফাইল খুলে যাবে।
- সেই পিডিএফে নিজের রোল নম্বর দিয়ে খুঁজে নিতে হবে নাম।
- এই পিডিএফটি ডাউনলোড করে রেখে দিন ভবিষ্যতের জন্য।
এই পরীক্ষায় অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে ৩৪৭ জন, ইডব্লিউএস ক্যাটাগরির ১১৬ জন এবং ওবিসি ক্যাটাগরির ৩০৩ জন, এসসি ক্যাটাগরির ১৬৫ জন, সবশেষে ৮৬ জন এসটি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
আরও পড়ুন: NEET PG 2024: নিট পিজি ২০২৪-এর রেজিস্ট্রেশন শুরু এপ্রিলেই ? সম্ভাব্য তারিখ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI