Success Story: পরপর তিন-তিনটে সরকারি চাকরি, তারপরে UPSC জয় ! পোস্টমাস্টার থেকে IIS- থেমে না থাকাই সাফল্য দিয়েছে মালদার অভিজিৎকে

ইউপিএসসির IIS হিসেবে উত্তীর্ণ মালদার অভিজিৎ চৌধুরী
Source : Own Source
UPSC Success Story: শুরুটা ছিল জেলায় সাংবাদিকতা দিয়ে, পড়াশোনার পাশাপাশি চলত এই কাজ। কিন্তু নিজের চেষ্টায়, বুদ্ধিমত্তায় আর মেধার শক্তিতে ভর করেই আজ সর্বভারতীয় স্তরে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে একমাত্র রাজ্যের প্রতিনিধি হিসেবে স্থান করে নিতে পেরেছেন অভিজিৎ।
মালদা: তিন তিনটি সরকারি চাকরি, তবু থেমে যাননি। এগিয়ে গিয়েছেন আরও ‘বড়’-র পথে, আরও যাতে ভালভাবে দেশসেবা তথা সমাজসেবা করা যায়, সেই পথে। সরকারি চাকরি পাওয়া মানেই যে জীবনের সার্থকতায় দাঁড়ি পড়ে
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে



