UPSC 2021 Topper: ইউপিএসসির শীর্ষে জেএনইউ-এর প্রাক্তন ছাত্রী , কে এই শ্রুতি শর্মা ?
UPSC Topper Shruti Sharma: ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় দাপট দেখাল মেয়েরা। প্রথম তিনে জায়গা করে নিলেন তিন কন্যে।
UPSC Topper Shruti Sharma: ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় দাপট দেখাল মেয়েরা।প্রথম তিনে জায়গা করে নিলেন তিন কন্যে। যাদের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শ্রুতি শর্মা।
UPSC Topper 2021: কে এই শ্রুতি শর্মা ?
কলেজ জীবন থেকেই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যেতে চেয়েছিলেন শ্রুতি। স্নাতক স্তরে পড়ার সময় থেকেই ক্যারিয়ারে নজর দেন দিল্লির এই মেয়ে। গ্র্যাজুয়েশন শেষ করেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। পরবর্তীকালে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি (JNU)-তে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শুরু করেন এই UPSC Topper। সেই সময় থেকেই জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমি থেকে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করে দেন শ্রুতি। অবশেষে সেই চেষ্টার ফল পেলেন হাতেনাতে।
UPSC Topper 2021: প্রথমে কোন তিন কন্যে ?
শ্রুতি এক নম্বরে থাকলেও খুব একটা পিছিয়ে নেই অঙ্কিতা অগরওয়াল ও গামিনী সিংলা। অঙ্কিতা ২ নম্বরে ও চণ্ডীগড়ের মেয়ে গামিনী তিন নম্বরে স্থান পেয়েছেন। শ্রুতি জানিয়েছেন, UPSC-তে যোগ্যতা অর্জনের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে প্রথম স্থান অধিকার করবেন , এই বিষয়ে তাঁর ধারণা ছিল না।
UPSC Civil Service Final Result: এরা হল সিভিল সার্ভিস পরীক্ষা ২০২১ -এর টপার
প্রথম স্থান - শ্রুতি শর্মা
দ্বিতীয় স্থান- অঙ্কিতা আগরওয়াল
তৃতীয় স্থান - গামিনী সিঙ্গলা
চতুর্থ স্থান - ঐশ্বর্ষ ভার্মা
পঞ্চম স্থান - উত্তর্ক দ্বিবেদী
ষষ্ঠ স্থান - যক্ষ চৌধুরী
সপ্তম স্থান - সম্যক এস জৈন
অষ্টম স্থান - ইশিতা রাঠি
নবম স্থান - প্রীতম কুমার
দশম স্থান - হরকিরাত সিং রনধাওয়া
UPSC Civil Service Final Result: কবে হয়েছিল পরীক্ষা ?
ইউপিএসসি সিএসই প্রিলিমিনারি পরীক্ষা গত 10 অক্টোবর, 2021 এ অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার ফলাফল 29 অক্টোবর প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের 7 থেকে 16 জানুয়ারি মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর ফলাফল ঘোষণা হয়েছিল ১ March মার্চ, ২০২২ তারিখে। ছিল পরীক্ষার শেষ রাউন্ডের সাক্ষাৎকার শুরু হয়েছিল 5 এপ্রিল। যা 26 মে শেষ হয়েছে। এরপরই ফলাফল ঘোষণা করল UPSC।
UPSC Civil Service Final Result: রেজাল্ট ডাউনলোড করার পদ্ধতি জেনে নিন
ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন - upsc.gov.in.
এবার হোমপেজে, 'UPSC Civil Services Result 2021 - Final Result' এ ক্লিক করুন।
নির্বাচিত প্রার্থীদের বিবরণ সহ একটি পিডিএফ ফাইল দেখতে পাবেন।
এটি ডাউনলোড করুন ও ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটির একটি প্রিন্ট আউট বের করে রাখুন।
আরও পড়ুন : Kolkata Police Jobs: কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI