এক্সপ্লোর
CBSE Scholarship: প্রতি বছর ২০ হাজার টাকা মিলবে পড়ুয়াদের, এই স্কলারশিপ চালু করল CBSE; কারা করতে পারবেন আবেদন ?
CBSE Central Sector Scholarship: বর্তমান যুগে শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় মেধাবী ছাত্ররা টাকার অভাবে পড়া শেষ করতে পারে না। CBSE তাই শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কিম চালু করেছে।
সিবিএসই ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী ছাত্রছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল scholarshipsgovin-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারে।
1/9

নতুন স্কলারশিপ এবং আগে থেকে চালু স্কলারশিপের রিনিউয়ালের জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫ ধার্য করা হয়েছে।
2/9

এই যোজনার অধীনে প্রতি বছর ৮২,০০০ জন নতুন ছাত্রকে স্কলারশিপ দেওয়া হয়। এর মধ্যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন এবং পোস্ট-গ্র্যাজুয়েশন-এর মতো কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। আগে থেকে সুবিধা ভোগ করছেন এমন ছাত্ররাও সময় মতো রিনিউয়াল করতে পারেন।
Published at : 02 Sep 2025 02:38 PM (IST)
আরও দেখুন






















