Priyanka Goel  : ইউপিএসসি পরীক্ষা পাশ করা মুখের কথা নয়, সে তো সবার জানা। তবে বার বার পরীক্ষা দিতেও রীতিমতো দম লাগে। অনেকেই কয়েকবার পরীক্ষা দেওয়ার পর হাল ছেড়ে দেন। বারবার ব্যর্থ হওয়ার পর পরীক্ষা দেওয়ার ইচ্ছাই হারিয়ে ফেলেন অনেকে। কিন্তু তার পরও কেউ কেউ হাল ছাড়েন না। এমনকি পরীক্ষাতেও পাশ করে সফলভাবে দেশের সম্মানজনক পদে আসীন হন। তেমনই একজন হলেন প্রিয়াঙ্কা গোয়েল (Priyanka Goel)।


গ্র্যাজুয়েশন পর থেকেই প্রস্তুতি প্রিয়াঙ্কার


দিল্লির মেয়ে প্রিয়াঙ্কা গোয়েল। পীতমপুরার মহারাজা অগ্রসেন মডেল স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। এর পর বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েশন পাশ করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেশব মহাবিদ্যালয় থেকে। এর পর থেকেই ইউপিএসসি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করেন প্রিয়াঙ্কা।


টানা পাঁচবার ফেল


একবার নয়, টানা পাঁচবার ইউপিএসসি পরীক্ষা (UPSC Exam) দিয়েছেন প্রিয়াঙ্কা। প্রথম বার প্রিলিমস পরীক্ষাতেই ব্যর্থ হয়েছিলেন প্রিয়াঙ্কা। দ্বিতীয়বার ০.৭ মার্কসের জন্য কাট অফ পেরোতে পারেননি তিনি। এর পরও তিনবার নানা কারণে এই কঠিন পরীক্ষায় পাশ করতে পারেননি প্রিয়াঙ্কা। এদিকে বাড়ি থেকেও তার উপর চাপ বাড়ছিল।


বাড়িতে অসুস্থ মা, বিয়ের চাপ


কোভিডের সময় মায়ের শরীর খারাপ হয়। তার মধ্যেই পরীক্ষা দিতে বসেছিলেন প্রিয়াঙ্কা (UPSC success story)। চেষ্টা করলেও প্রিলিমস পেরোতে পারেননি তিনি। এদিকে বাড়িতে বিয়ের জন্য় চাপ দেওয়া হচ্ছিল। তাই ২০২২ সালে শেষবারের মতো চেষ্টা করবেন, এমনটাই ভেবে রেখেছিলেন। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, তাঁর বিকল্প বিষয় ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সেই বিষয়ে তিনি ২৯২ নম্বর পান। অবশেষে ষষ্ঠবার তিনি সফল হন। ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষাতে সারা ভারতে ৩৬৯ র‌্যাঙ্ক করেন।


পরীক্ষা নিয়ে প্রিয়াঙ্কার টিপস (UPSC exam tips)


পাশ করার পর একটি সাক্ষাৎকারে পরীক্ষা নিয়ে বেশ কিছু টিপস দেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, 



  • গোটা সিলেবাস ভালো করে পড়া ও বারবার মনে করা। এতে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো মনে থাকে।

  • কোন বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হল কি না সেদিকে নজর দিতে হবে। যে কোনও বিষয়ে উত্তর লিখতে হলে আগে সেটি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।

  • স্টাডি মেটেরিয়াল যতটা সম্ভব কম রাখতে হবে। যাতে বারবার রিভিশন করা যায়। ভালো নোটস তৈরি করা যায়।

  • প্রতিটি চ্যাপটারের উপর ছোট ছোট করে নোট রেডি করতে হবে। এতে দ্রুত রিভাইস করা যায়।

  • রোজ উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি সীমিত সময়ের মধ্যে বড় বড় উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে।


আরও পড়ুন: IAS Success Story: কেরোসিনের আলোয় পড়া, ঘরে অভাব ! তবুও IAS অংশুমান


Education Loan Information:

Calculate Education Loan EMI