WB Board Madhyamik Result 2024: সেলফ স্টাডিতেই সাফল্য তৃতীয় নৈঋতরঞ্জনের! বাবা কৃতিত্ব দিলেন স্কুলকেই
WBBSE Madhyamik Result 2024 Toppers: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া নৈঋতরঞ্জন পাল এবছরের মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী। কীভাবে পড়াশোনা? জানালেন এবিপি লাইভকে।
কলকাতা: মাধ্যমিকের মেধাতালিকায় (Madhyamik Meril List)) তৃতীয় স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯১। বর্ধমানের বাসিন্দা নৈঋত পঞ্চম শ্রেণি থেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পাঠরত। ছোট ছেলের মাধ্যমিক ফলপ্রকাশের জন্য স্কুলে এসেছেন তার বাবা নীহার রঞ্জন পাল। তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কর্মরত। ছেলের রেজাল্টে আপ্লুত বাবা। এত ভাল ফলের পুরো কৃতিত্বই তিনি ছেলে আর স্কুলকেই দিয়েছেন। তিনি জানাচ্ছেন, ছোট থেকেই মেধাবী তাঁর ছেলে। পাশাপাশি এমন রেজাল্টের পিছনে স্কুলের মহারাজ, সব শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবদানও রয়েছে বলে জানিয়েছেন নীহাররঞ্জনবাবু।
তিনি বলছেন, 'পুরো কৃতিত্বই স্কুলের। কম সময় পেতাম আমি। সেভাবে পড়াতাম না যখন বাড়ি আসত। স্কুলেই সব পড়াশোনা হয়েছে।' নৈঋতরঞ্জন মেডিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছেন তিনি। ছেলে যেভাবে পড়াশোনা করতে চায় সেভাবেই তিনি পাশে থাকতে চান বলে জানিয়েছেন তিনি। (Madhyamik Topper))
এমন ফল করে অভিভূত নৈঋতরঞ্জন পাল। মাধ্যমিকে চোখধাঁধানো ফল করে তার পুরো কৃতিত্বই স্কুলকে দিতে চায় নৈঋতরঞ্জন। স্কুলের শিক্ষকরাই সবরকম ভাবে সাহায্য করেছেন বলে জানাল মেধাবী এই পড়ুয়া। এমন সাফল্যের রহস্য কী? নৈঋতরঞ্জন জানাল, সেলফ স্টাডির মাধ্যমেই এমন সাফল্য মিলেছে। আবাসিক স্কুলে নিয়ম মেনেই পড়াশোনা করেছে সে।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবারের মাধ্যমিকের মেধাতালিকায় জায়গায় পেয়েছে আরও অনেকে।
মেধাতালিকায় ষষ্ঠ স্থানাধিকারী হয়েছে অলিভ গায়েন। নদিয়ার ধুবুলিয়ার সোনাডাঙ্গার বাসিন্দা।
মেধাতালিকায় সপ্তম স্থানাধিকারী হয়েছে অলেক্ষ্য মাইতি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপের বাসিন্দা।
মেধাতালিকায় নবম স্থানাধিকারী হয়েছে ঋত্বিক দত্ত এবং ঋতব্রত নাম। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৫।
মেধাতালিকায় দশম স্থানাধিকারী হয়েছে শুভ্রকান্তি জানা। পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা।
এই বছর, ২০২৪ সালের মাধ্য়মিক পরীক্ষার ফলপ্রকাশ রয়েছে ২ মে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হয়। এবারের মাধ্যমিকের মেধাতালিকায় (Madhyamik 2024 Topper List)) জায়গা পেয়েছেন মোট ৫৭ জন। সারা বাংলার নানা জেলা থেকেই পড়ুয়ারা রয়েছেন এই মেধাতালিকায়। প্রথম স্থানে রয়েছে ১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ২ জন। তৃতীয় স্থানে রয়েছে ৩ জন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রথম দশে ৫৭ জন! আপনার জেলায় কতজন? সবচেয়ে বেশি কোন জেলায়?